Usman Khawaja on India vs Pak : ভারত পাকিস্তানের লড়াই মিস করেন খোয়াজা
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Usman Khawaja of Australia hopes india Vs Pakistan bilateral series. উসমান খোয়াজা মুখ খুললেন বহুদিন ধরে বন্ধ থাকা ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে। দুই দেশের রাজনৈতিক সম্পর্কের কারণে ২০১২ সাল থেকে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ
এবার সেই উসমান খোয়াজা মুখ খুললেন বহুদিন ধরে বন্ধ থাকা ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে। দুই দেশের বৈরি রাজনৈতিক সম্পর্কের কারণে ২০১২ সাল থেকে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। উসমানের মতে, আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে বড় সমস্যা হল দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজের অনুপস্থিতি। পাকিস্তানি বংশোদ্ভুত এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, 'আন্তর্জাতিক ক্রিকেট সম্পর্কে যা আমি সবচেয়ে বেশি মিস করি তা হল ভারত-পাকিস্তান ম্যাচ। আমার বাবা এই দুই দলের ম্যাচ দেখার জন্য উন্মুখ হয়ে থাকতেন। এই ম্যাচগুলো আর হয় না বলে আমার খুব বিরক্ত লাগে। আমি মনে করি এটাই সবচেয়ে বড় বিষয়, যেটাকে ক্রিকেট মিস করে। যদি আমরা উভয় দেশকে আবার খেলতে দেখি তাহলে দারুণ একটা ব্যাপার হবে।'
advertisement
advertisement
ভিডিওবার্তার এক পর্যায়ে উসমান খাজা স্মরণ করেন ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরকে ভারত অধিনায়ক বিরাট কোহলির ব্যাট উপহার দেওয়ার ঘটনাটি। তার মতে, ক্রিকেটই সকল বৈরিতার অবসান ঘটাতে পারে। বাঁহাতি এই ব্যাটার আরও বলেছেন, 'এই বিষয়টা নিয়ে আমি আইসিসির সঙ্গে কথা বলেছি। আমি ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছি। আমি মনে করি ক্রিকেট এমন একটি বিষয় যা এই দুই দেশকে একত্রিত করতে পারে।'
advertisement
ভারত এবং পাকিস্তানের কোটি কোটি ক্রিকেটপ্রেমী মানুষ যেমন এই লড়াই মিস করেন, তেমনই তিনি নিজেও চান দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হোক। কিন্তু তিনি বললেই তো হবে না। বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলা এক জিনিস, আর দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা অন্য চ্যালেঞ্জ।
কেন্দ্রীয় সরকারের সবুজ সঙ্কেত ছাড়া কিছু করার নেই। সেটা অস্ট্রেলিয়া থেকে হয়তো বোঝা সম্ভব নয় উসমানের। তবে ভারত বনাম পাকিস্তান সিরিজ যে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার ঐতিহাসিক অ্যাশেজ সিরিজের থেকে কোনদিক দিয়ে পিছিয়ে নয় সেটা নিশ্চিতভাবে বলা যায়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 28, 2021 1:24 PM IST