David Warner IPL auction : ওয়ার্নারকে নিলামে পেতে তৈরি তিনটি দল

Last Updated:

Three IPL franchisees interested in David Warner from SRH . ডেভিড ওয়ার্নার আইপিএলের ইতিহাসে বিদেশি রান সংগ্রহকারীদের মধ্যে অন্যতম সেরা। কিন্তু এবছর নিজের ছন্দে দেখা যাচ্ছে না তাঁকে, কে এল রাহুল পঞ্জাব ছাড়তে পারেন। নতুন দুটো ফ্রাঞ্চাইজি আসছে। ওয়ার্নার কোথায় যাবেন প্রশ্ন থাকছে

সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে সম্পর্ক শেষ ওয়ার্নারের
সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে সম্পর্ক শেষ ওয়ার্নারের
ওয়ার্নার তাঁর আইপিএল ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় কাটাচ্ছেন এবার। গত ছয় মরশুমে ৫০০-এর বেশি রান করেছেন ওয়ার্নার, সেটাও অন্তত ১৩৫-এর ওপর স্ট্রাইকরেটে। ২০১৬ সালে দলকে আইপিএল জেতানোর পথে দেড়শর ওপর স্ট্রাইকরেটে ৮৪৮ রান করেছিলেন। ফ্র্যাঞ্চাইজিটির সমর্থকদের চোখের মণি হয়ে ওঠা একজনের এভাবে বাদ পড়া অনেকেই মেনে নিতে পারেননি। তাই অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ওয়ার্নার কেন নেই-এ প্রশ্ন রেখেছেন।
advertisement
অনেকেই তাঁকে সান্ত্বনাও দিয়েছেন। এক সমর্থক ইনস্টাগ্রামে জিজ্ঞেস করেছিলেন, ‘ওয়ার্নার কি স্টেডিয়ামে আছেন? তাঁকে কোথাও দেখলাম না!!’ এর জবাবে অনেকেই বিভিন্ন প্রশ্ন রাখতে শুরু করেন। একজনের প্রশ্নের জবাবে ওয়ার্নার নিজেই লিখেছেন, ‘চিন্তা নেই আমরা জিতব।’ আরেক সমর্থককে সান্ত্বনা দিয়েছেন, ‘এটা কোনো সমস্যা না, দলকে সমর্থন করুন।’ এর মাঝেই আরেক সমর্থক বেশ আবেগী হয়ে পড়েছিলেন, ‘ডেভিইই. . আমি কাঁদছি। একটু বিশ্রাম নিয়ে আরও দুর্দান্তভাবে ফিরে আসুন।’ জবাবে ওয়ার্নার যা বলেছেন, সেটাই চমক জাগিয়েছে, ‘দুর্ভাগ্যজনকভাবে, আর কখনো সেটা হবে না কিন্তু দয়া করে সমর্থন দিয়ে যান।’
advertisement
advertisement
ওয়ার্নারের কথায় স্পষ্ট এ মরশুমে তাঁকে আর হায়দরাবাদে দেখা যাবে না। কিন্তু ‘আর কখনো না’ বলে ওয়ার্নার আসলে কী বোঝাতে চাইছেন, সেটা নিয়েই আলোচনা। তার মানে কি, আগামী মরসুমেও তাঁকে আর দেখা যাবে না ? এমনিতেই আগামী আইপিএলে আবার বড় নিলাম হতে যাচ্ছে। বহু তারকা ক্রিকেটারই বহুদিন পর আবার নিলামে উঠবেন। ওয়ার্নার কী ইঙ্গিতে বলে দিচ্ছেন, আগামী বছর তাঁকে ধরে রাখবে না হায়দরাবাদ? অনেক বিশ্লেষক সে মতই দিচ্ছেন।
advertisement
আইপিএল ক্যারিয়ারে ৫ হাজার ৪৪৯ রান করেছেন ওয়ার্নার। সেটাও প্রায় ১৪০ স্ট্রাইকরেটে। খুব কম ব্যাটার এভাবে উচ্চ স্ট্রাইকরেটে ধারাবাহিকভাবে রান করতে পারেন। কিন্তু নামটা যখন ডেভিড ওয়ার্নার, তখন নিলামে তাঁর দল পেতে অসুবিধে হবে না। শোনা যাচ্ছে ভেতর ভেতর কেকেআর ম্যানেজমেন্ট ইয়ন মর্গ্যানকে নিয়ে খুব একটা খুশি নয়। তাই পরিবর্ত হিসেবে ডেভিড ওয়ার্নার নামটা কিন্তু হাওয়ায় ভাসছে। তাছাড়া কে এল রাহুল পঞ্জাব ছাড়তে পারেন। নতুন দুটো ফ্রাঞ্চাইজি আসছে। ওয়ার্নার কোথায় যাবেন অপেক্ষা করে থাকতেই হবে জানার জন্য।
বাংলা খবর/ খবর/IPL/
David Warner IPL auction : ওয়ার্নারকে নিলামে পেতে তৈরি তিনটি দল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement