US Open 2022: ২১ বছরে একের পর এক কামাল, ইউএস ওপেন জিতলেন ইগা

Last Updated:

ইগা এই বছরের ফরাসি ওপেন ফাইনালে আমেরিকার কোকো গফকে হারিয়েছিলেন৷ এর আগে অক্টোবর ২০২০ তে ফরাসি ওপেন জিতেছিলেন৷

us open 2022 Iga Swiatek wins women's singles - Photo Courtesy- Twitter
us open 2022 Iga Swiatek wins women's singles - Photo Courtesy- Twitter
#নিউইয়র্ক: পোল্যান্ডের ২১ বছরের টেনিস প্লেয়ার ইগা স্বিয়াতেক এ বছরের ইউএস ওপেনে মহিলাদের সিঙ্গলস খেতাব জিতলেন৷ ফাইনালে তিনি বিশ্বের এক নম্বর টেনিস প্লেয়ার ওন্স জাবুরকে স্ট্রেট সেটে হারিয়ে দেন৷ খেলার ফল ৬-২-, ৭-৬৷
স্বিয়াতেকের এটা কেরিয়ারের তৃতীয় গ্র্যান্ডস্ল্যাম৷ স্বিয়াতেক ইউএস ওপেনের আগে ২ বার ফ্রেঞ্চ ওপেন খেতাব জিতেছেন৷ ক্রমতালিকার ৫ নম্বরে থাকা ২৮ বছরের জাবুর ১৯৬৮ থেকে শুরু হওয়া টেনিসের পেশাদার যুগের প্রথম আফ্রিকান টেনিস প্লেয়ার হিসেবে ফাইনাল খেললেন৷ উইম্বলডনের পর তিনি ইউএস ওপেন জেতাও একটুর জন্য হাতছাড়া করে ফেললেন৷
advertisement
advertisement
এদিনের ফাইনালে প্রথম গেমে জাবুরকে একেবারে সহজেই উড়িয়ে দিয়েছিলেন ইগা৷  সেভাবে কোনও প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেননি তিনি৷ তবে দ্বিতীয় গেমে তিনি অনেকটাই লড়াই করেন৷
advertisement
হাড্ডাহাড্ডি লড়ে ম্যাচ নিজের নামে ম্যাচ করে নেন ইগা৷ তারপরে স্বাভাবিকভাবেই তিনি খেতাব জয় নিয়ে উচ্ছ্বসিত।
advertisement
ইগা স্বিয়াতেক ২০২২ দ্বিতীয় গ্র্যান্ডস্ল্যাম খেতাব জেতেন
ইগা এই বছরের ফরাসি ওপেন ফাইনালে আমেরিকার কোকো গফকে হারিয়েছিলেন৷ এর আগে অক্টোবর ২০২০ তে ফরাসি ওপেন জিতেছিলেন৷ ইগা পোল্যান্ডের থেকে প্রথম গ্র্যান্ডস্ল্যাম জেতা মহিলা টেনিস প্লেয়ার৷ তাঁর বাবা টমাস অলিম্পিক রোবর ছিলেন৷
বাংলা খবর/ খবর/খেলা/
US Open 2022: ২১ বছরে একের পর এক কামাল, ইউএস ওপেন জিতলেন ইগা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement