U19 WC: ফের কি ভারতীয় ক্রিকেট দল পারবে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিততে, চিনে নিন হেভিওয়েটদের

Last Updated:

ওয়েস্টইন্ডিজে আজ থেকে শুরু অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ (Under19 World Cup) ৷

team india first match pakistan australia biggest contender for the title
team india first match pakistan australia biggest contender for the title
#জর্জটাউন: ওয়েস্টইন্ডিজে আজ থেকে শুরু অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ (Under19 World Cup) ৷ ফের একবার যে মঞ্চে ভবিষ্যতের তারকাদের জ্বলে উঠতে দেখা যাবে৷ পাশাপাশি ৪ বারের চ্যাম্পিয়ন ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) ফের একবার খেতাব দখলের লড়াইতে নামবে৷ করোনা অতিমারির (Coronavirus) মধ্যে প্রথমবার ক্যারিবিয়ান মাটিতে এই টুর্নামেন্টে ১৬ দল অংশ নেবে৷ ভারত গ্রুপ বি-তে রয়েছে৷ অস্ট্রেলিয়া গ্রুপ ডি-তে রয়েছে৷ চারটি গ্রুপে সব দলকে ভাগ করা হয়েছে৷ ২ বছর আগে ভারতকে হারিয়ে প্রথমবার অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ গ্রুপ এ তে রয়েছে৷ ২ বারের জয়ী আফগানিস্তান ও পাকিস্তান গ্রুপ সিতে রয়েছে৷ প্রতি গ্রুপ থেকে শীর্ষে থাকা দুটি করে দল কোয়ার্টার ফাইনালে পৌঁছবে৷
অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ (Under-19 World Cup)  টুর্নামেন্ট শুরুর আগেই পাকিস্তান ও জিম্বাবোয়ে দলে করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে৷ কোয়ারেন্টাইন নিয়মের জন্য নিউজিল্যান্ড টুর্নামেন্ট থেকে নাম তুলে নিয়েছে৷ তাদের জায়গায় স্কটল্যান্ড খেলবে৷ আয়োজন ওয়েস্টইন্ডিজ প্রথমে মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার৷ স্কটল্যান্ডের প্রতিপক্ষ শ্রীলঙ্কা৷ ভারতের প্রথম ম্যাচ শনিবার, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা৷ ম্যাচ খেলা হবে গায়ানায়৷
advertisement
advertisement
অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ (Under-19 World Cup)  ভারত- রেকর্ড অনুযায়ি চ্যাম্পিয়ন ভারত এবারে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দাবিদার৷ তবে অন্যবারের মতো এবারের দল শুরু থেকেই অতটা আত্মবিশ্বাসী নয়৷ ভারতীয় দল (Indian Cricket Team) এশিয়া কাপ জিতে দুবাই থেকে সরাসরি এই প্রতিযোগিতায় যোগ দিয়েছে৷ ৫ দিনের আইসোলেশনের পর ভারত অনুশীলন ম্যাচে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে৷ ওপেনার হরনুর সিং, দিল্লির ব্যাটসম্যান অধিনায়ক যশ, শেখ রশিদ এবং জোরে বোলার রাজবর্ধন হঙ্গরগেকরকে নিয়ে অনেক আশা৷ দলে অনেক প্রতিভাধর ক্রিকেটার রয়েছে৷
advertisement
অস্ট্রেলিয়া- ৩ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবারের অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের প্রবল দাবিদার৷ তারা ৮ বার সেমিফাইনাল খেলেছে৷ তারা ২০১০ সালে শেষবার খেতাব জিতেছিল৷ সেই দলে মিচেল মার্শ, অ্যাডম জাম্পা , জোশ হেজেলউডরা৷ এবার হরফমনমৌলা কুপার অনুর্ধ্ব ১৯ দলের অধিনায়ক৷
advertisement
পাকিস্তান- ৫বার ফাইনালে পৌঁছেছে পাকিস্তান৷ তারা অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল ২০০৪ এবং ২০০৬ সালে৷ সেই সময় দলে ছিলেন সরফরাজ আহমেদ, ওয়াহব রিয়াজ, ইমাদ ওয়াসিম৷ শাহিন শাহ আফ্রিদি ২০১৮ অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ দলে খেলেছিলেন৷ কাসিম অকরমের অধিনায়কত্বে এবারের দল খেলবে৷ কোচ এজাজ আহমেদ৷
ইংল্যান্ড- ইংল্যান্ড ২৪ বছর আগে অনুর্ধ্ব ১৯ খেতাব জিতেছিল৷ কিন্তু ২০১৪ তে তারা তৃতীয় স্থানে ছিল৷ গত বার প্রথম রাউন্ডের বাধা টপকাতে পারেনি তারা৷
বাংলা খবর/ খবর/খেলা/
U19 WC: ফের কি ভারতীয় ক্রিকেট দল পারবে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিততে, চিনে নিন হেভিওয়েটদের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement