U19 WC: ফের কি ভারতীয় ক্রিকেট দল পারবে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিততে, চিনে নিন হেভিওয়েটদের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ওয়েস্টইন্ডিজে আজ থেকে শুরু অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ (Under19 World Cup) ৷
#জর্জটাউন: ওয়েস্টইন্ডিজে আজ থেকে শুরু অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ (Under19 World Cup) ৷ ফের একবার যে মঞ্চে ভবিষ্যতের তারকাদের জ্বলে উঠতে দেখা যাবে৷ পাশাপাশি ৪ বারের চ্যাম্পিয়ন ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) ফের একবার খেতাব দখলের লড়াইতে নামবে৷ করোনা অতিমারির (Coronavirus) মধ্যে প্রথমবার ক্যারিবিয়ান মাটিতে এই টুর্নামেন্টে ১৬ দল অংশ নেবে৷ ভারত গ্রুপ বি-তে রয়েছে৷ অস্ট্রেলিয়া গ্রুপ ডি-তে রয়েছে৷ চারটি গ্রুপে সব দলকে ভাগ করা হয়েছে৷ ২ বছর আগে ভারতকে হারিয়ে প্রথমবার অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ গ্রুপ এ তে রয়েছে৷ ২ বারের জয়ী আফগানিস্তান ও পাকিস্তান গ্রুপ সিতে রয়েছে৷ প্রতি গ্রুপ থেকে শীর্ষে থাকা দুটি করে দল কোয়ার্টার ফাইনালে পৌঁছবে৷
অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ (Under-19 World Cup) টুর্নামেন্ট শুরুর আগেই পাকিস্তান ও জিম্বাবোয়ে দলে করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে৷ কোয়ারেন্টাইন নিয়মের জন্য নিউজিল্যান্ড টুর্নামেন্ট থেকে নাম তুলে নিয়েছে৷ তাদের জায়গায় স্কটল্যান্ড খেলবে৷ আয়োজন ওয়েস্টইন্ডিজ প্রথমে মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার৷ স্কটল্যান্ডের প্রতিপক্ষ শ্রীলঙ্কা৷ ভারতের প্রথম ম্যাচ শনিবার, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা৷ ম্যাচ খেলা হবে গায়ানায়৷
advertisement
advertisement
অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ (Under-19 World Cup) ভারত- রেকর্ড অনুযায়ি চ্যাম্পিয়ন ভারত এবারে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দাবিদার৷ তবে অন্যবারের মতো এবারের দল শুরু থেকেই অতটা আত্মবিশ্বাসী নয়৷ ভারতীয় দল (Indian Cricket Team) এশিয়া কাপ জিতে দুবাই থেকে সরাসরি এই প্রতিযোগিতায় যোগ দিয়েছে৷ ৫ দিনের আইসোলেশনের পর ভারত অনুশীলন ম্যাচে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে৷ ওপেনার হরনুর সিং, দিল্লির ব্যাটসম্যান অধিনায়ক যশ, শেখ রশিদ এবং জোরে বোলার রাজবর্ধন হঙ্গরগেকরকে নিয়ে অনেক আশা৷ দলে অনেক প্রতিভাধর ক্রিকেটার রয়েছে৷
advertisement
আরও পড়ুন -Explained: এসে গেল মেড-ইন-ইন্ডিয়া টেস্ট কিট 'ওমিশিওর', মাত্র ২ ঘণ্টাতেই সনাক্ত হবে ওমিক্রন
অস্ট্রেলিয়া- ৩ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবারের অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের প্রবল দাবিদার৷ তারা ৮ বার সেমিফাইনাল খেলেছে৷ তারা ২০১০ সালে শেষবার খেতাব জিতেছিল৷ সেই দলে মিচেল মার্শ, অ্যাডম জাম্পা , জোশ হেজেলউডরা৷ এবার হরফমনমৌলা কুপার অনুর্ধ্ব ১৯ দলের অধিনায়ক৷
advertisement
পাকিস্তান- ৫বার ফাইনালে পৌঁছেছে পাকিস্তান৷ তারা অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল ২০০৪ এবং ২০০৬ সালে৷ সেই সময় দলে ছিলেন সরফরাজ আহমেদ, ওয়াহব রিয়াজ, ইমাদ ওয়াসিম৷ শাহিন শাহ আফ্রিদি ২০১৮ অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ দলে খেলেছিলেন৷ কাসিম অকরমের অধিনায়কত্বে এবারের দল খেলবে৷ কোচ এজাজ আহমেদ৷
ইংল্যান্ড- ইংল্যান্ড ২৪ বছর আগে অনুর্ধ্ব ১৯ খেতাব জিতেছিল৷ কিন্তু ২০১৪ তে তারা তৃতীয় স্থানে ছিল৷ গত বার প্রথম রাউন্ডের বাধা টপকাতে পারেনি তারা৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 14, 2022 4:34 PM IST