Umesh Yadav : দুরন্ত আইপিএল খেলেও ভারতীয় দলে ব্রাত্য! বিশ্বকাপের আশা ছাড়েননি উমেশ

Last Updated:

Umesh Yadav little bit disappointed with BCCI after ignoring him. দুরন্ত আইপিএল খেলেও ভারতীয় দলে ব্রাত্য! বিশ্বকাপের আশা ছাড়েননি উমেশ

বিশ্বকাপ খেলার স্বপ্ন ছাড়তে রাজি নন উমেশ
বিশ্বকাপ খেলার স্বপ্ন ছাড়তে রাজি নন উমেশ
#মুম্বই: সাসেক্সে ফর্মের জন্য স্পটলাইট চেতেশ্বর পূজারার দিকে থাকলেও তাঁর ভারতীয় সতীর্থ উমেশ যাদবও মিডলসেক্সের সাথে প্রভাব ফেলছেন। তিনি রয়্যাল লন্ডন ওয়ান-ডে টুর্নামেন্টে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী। কিন্তু সুযোগের অভাব নিয়ে স্পষ্টবাক উমেশ যাদবের। তিনি আশা করছেন জাহিরের মতো কামব্যাক করতে পারবেন।
আরও পড়ুন - Jhulan Goswami : অবসরের প্রশ্ন উড়িয়ে ইংল্যান্ড সফরে ভারতীয় দলে ফিরলেন ঝুলন গোস্বামী
পাকিস্তানের পেস সেনসেশন শাহিন শাহ আফ্রিদির পরিবর্তে তাঁকে বেছে নেওয়ার পর পাঁচ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন। এর আগে নাইট রাইডার্সের হয়ে ১২ ম্যাচে ১৬ উইকেট নিয়েছিলেন তিনি। তবে এই মুহূর্তে ভারতের সীমিত ওভারের দলে উমেশ নেই। উমেশ জানিয়েছেন, যখন আমি কেকেআরের সাথে সুযোগ পেয়েছি, আমি জানতাম যে আমাকে ভাল করতে হবে।
advertisement
আমাকে যদি ভারতীয় দলে ফিরতে হয় তাহলে আমাকে পারফর্ম করতে হবে, এটাই আমার চিন্তা ছিল। আমি এত বছরের সাদা বলের ক্রিকেট থেকে আমার সমস্ত অভিজ্ঞতা প্রয়োগ করেছি কারণ আমি জানতাম যে পিছনে পিছনে বড় টুর্নামেন্ট আসতে চলেছে, দুটি বিশ্বকাপ। আমি বিশ্বাস করি যে আমি ভালো করতে পারলে ভারতের সাদা বলের দলে ফিরে আসতে পারব।
advertisement
advertisement
আমি আমার বোলিং উপভোগ করছি। আমি যা ভাবছি এবং যা করতে চাই, আমি বোলিং করতে সক্ষম। আইপিএল থেকে সেই ছন্দটা ভালোই চলছে। আইপিএলে যারা ভালো করেছে তারা প্রায় সবাই সুযোগ পেয়েছে। সম্ভবত, আমিই একমাত্র বোলার যাকে নির্বাচিত করা হয়নি।
কারো বিরুদ্ধে আমার কিছু নেই, আমি নিজের কথা বলছি। আমার একমাত্র পয়েন্ট হল সবাইকে সুযোগ দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও আমাকে দেওয়া উচিত। আমিও যতটা পারি খেলতে চাই। উমেশ বরাবর আত্মবিশ্বাসী। তিনি মনে করেন নিজেকে প্রমাণ করতে পারলে বছরের শেষে অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপে দলে সুযোগ পাবেন।
বাংলা খবর/ খবর/খেলা/
Umesh Yadav : দুরন্ত আইপিএল খেলেও ভারতীয় দলে ব্রাত্য! বিশ্বকাপের আশা ছাড়েননি উমেশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement