Jhulan Goswami : অবসরের প্রশ্ন উড়িয়ে ইংল্যান্ড সফরে ভারতীয় দলে ফিরলেন ঝুলন গোস্বামী

Last Updated:

Jhulan Goswami back in Indian women cricket team for England ODI series. অবসরের প্রশ্ন উড়িয়ে ইংল্যান্ড সফরে ভারতীয় দলে ফিরলেন ঝুলন গোস্বামী

মহিলা দলে ফের কামব্যাক ঝুলনের
মহিলা দলে ফের কামব্যাক ঝুলনের
#কলকাতা: তাকে নিয়ে বায়োপিক হয়তো বেরোতে এখনও কয়েক মাস দেরি আছে। কয়েকদিন আগেই ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে পেয়েছেন ভারত গৌরব সম্মান। চাকদহ এক্সপ্রেস ঝুলন গোস্বামী যে অবসর নিচ্ছেন না সেটা আবার পরিষ্কার হয়ে গেল। ইংল্যান্ড সফরের জন্য টি-টোয়েন্টি এবং একদিনের সিরিজের ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
একদিনের দলে ফিরেছেন ঝুলন। একদিনের ক্রিকেটের সর্বোচ্চ উইকেটশিকারী বিশ্বকাপের পর থেকে ভারতীয় জার্সি পরে আর খেলেননি। তারই মধ্যে একদিনের দলে আছেন ডি হেমলতা। সেই সঙ্গে জাতীয় দলে প্রথমবার ডাক পেলেন কে পি নভগিরে। ঘরোয়া মরশুমে নাগাল্যান্ডের হয়ে দুর্দান্ত খেলার পর মহিলা টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ভেলোসিটির হয়েও দারুণ পারফর্ম করেছিলেন।
তার ইমধ্যে টি-টোয়েন্টি দলে রিচা ঘোষের কাছে জায়গা হারিয়েছেন যস্তিকা ভাটিয়া। কমনওয়েলথ গেমসের দলে ছিলেন না রিচা। চোটের জন্য দ্য হান্ড্রেড থেকে ছিটকে গেলেও একদিনের সিরিজ এবং টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন জেমিমা রদ্রিগেজ।
advertisement
advertisement
মিতালি রাজ অবসর নেওয়ার পরেই চোটে ছিটকে যান ঝুলন। অনেকে তখন বলেন, মিতালির পথেই হাঁটতে চলেছেন বাংলার জোরে বোলার। শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের সিরিজ জয়ের পর ভারতের মহিলা ক্রিকেটার মেঘনা সিংহ বলেন, ঝুলনের অভাব অনুভব করছে না দল। তাতে সন্দেহ আরও বাড়ে। ঝুলন নিজের মুখে অবসরের কথা কখনও বলেননি।
advertisement
ভারতের টি-টোয়েন্টি দল: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধানা (সহ-অধিনায়ক), শেফালি বর্মা, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকার, জেমিমা রদ্রিগেজ, স্নেহ রানা, রেণুকা ঠাকুর, মেঘনা সিং, রাধা যাদব, সাব্বিনেনি মেঘনা, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), ডি হেমলতা, সিমরান দিল বাহদুর, রিচা ঘোষ (উইকেটকিপার) এবং কে পি নভগিরে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Jhulan Goswami : অবসরের প্রশ্ন উড়িয়ে ইংল্যান্ড সফরে ভারতীয় দলে ফিরলেন ঝুলন গোস্বামী
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement