VVS Laxman U19 World Cup: করোনা হানাতেও জুনিয়র ক্রিকেটারদের মানসিক কাঠিন্য দেখে মুগ্ধ ভিভিএস লক্ষ্মণ

Last Updated:

U19 World Cup VVS Laxman impressed by character of junior cricketers. করোনা সত্ত্বেও হারনুর, রাজ্যবর্ধনদের লড়াই দেখে মুগ্ধ ভিভিএস

আয়ারল্যান্ডকে ১৭৪ রানে হারিয়ে সুপার লিগ কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে ভারতের ছোটরা
আয়ারল্যান্ডকে ১৭৪ রানে হারিয়ে সুপার লিগ কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে ভারতের ছোটরা
#ত্রিনিদাদ: ভারতের অনূর্ধ্ব ১৯ দলকে নিয়ে গর্বিত ভিভিএস লক্ষ্মণ। ঋষিকেশ কানিতকার এবং সাইরাজ বাহুতুলে দলের দায়িত্বে থাকলেও, জুনিয়র ক্রিকেটারদের বিশেষ দায়িত্ব দিয়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পাঠানো হয়েছে ভিভিএস লক্ষ্মণকে। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় পর দ্বিতীয় ম্যাচেও আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশাল জয় তুলে নিয়েছে ভারত। ১৭৪ রানে জিতে সুপার লিগ কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে ভারত।
দলে মাত্র ১১ জন ক্রিকেটারের উপস্থিতি সত্ত্বেও এই তরুণরা যে মানসিক কাঠিন্য দেখিয়েছেন তাতে মুগ্ধ লক্ষণ। সোশ্যাল মিডিয়ায় রঘুবংশী, হারনুর, রাজ্যবর্ধন হাঙ্গারগেকরদের বিরাট সার্টিফিকেট দিলেন ভিভিএস। বলেছেন এই ক্রিকেটারদের লড়াকু মনোভাব ভারতের অস্ত্র। বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচ। আর এমন ম্যাচেই কিনা খেলছেন না দলের খোদ ক্যাপ্টেন।
advertisement
advertisement
যে ক্যাপ্টেন বিশ্বকাপের প্রথম ম্যাচেই দুরন্ত ইনিংস খেলেছিলেন। অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের অধিনায়ক ইয়াশ ধুল আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে না নামায় অনেকের সন্দেহ হয়েছিল। আর সেই সন্দেহ থেকেই আশঙ্কার জন্ম। শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হল। অনূর্ধ্ব-১৯ খেলতে যাওয়া ভারতীয় দলে করোনার হানা। যশ ধুল ও শেখ রশিদ এদিন আয়ারল্যান্ডের বিরুদ্ধে নামেননি।
advertisement
advertisement
নিশান্ত সিন্ধু টস করতে যাওয়ায় সন্দেহের উদ্রেক হয়েছিল। দলের ক্যাপ্টেন ও ভাইস ক্যাপ্টেন-সহ মোট ৬ জন ক্রিকেটার করোনা আক্রান্ত। তাঁদের তড়িঘড়ি আইসোলেশনে পাঠানো হয়েছে। তিনজন ক্রিকেটারের আরটি পিসিআর টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। এর পর আরও তিনজনের নিয়মমাফিক ব়্যাপিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। ফলে রীতিমতো আতঙ্ক ছড়ায় ভারতীয় ড্রেসিংরুমে।
সেইসঙ্গে ম্যাচের ঠিক আগে এমন পরিস্থিতি হওয়ায় দল নামাতে রীতিমতো হিমশিম খেয়ে যায় টিম ম্যানেজমেন্ট। ইয়াশ ও রশিদ ছাড়াও পরখ, সিদ্ধার্থ যাদব, আরাধ্য যাদব ও বাসু বত্স করোনা আক্রান্ত বলে জানা যাচ্ছে। মোট ১৭ জনের স্কোয়াডে ৬ জন কোভিড আক্রান্ত। এমনটাই এদিন বিবৃতিতে জানিয়েছে বিসিসিআই।
advertisement
ফলে স্বাভাবিকভাবেই টুর্নামেন্ট গড়ানো নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। সেইসঙ্গে ভারতীয় দল পরবর্তী ম্যাচগুলিতে কীভাবে টিম নামাবে, তা নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে। কারণ দলের ৬ জন গুরুত্বপূর্ণ সদস্য আক্রান্ত। একদিন পরেই অর্থাৎ শনিবার উগান্ডার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলবে ভারত। বিসিসিআই করোনা পরিস্থিতির দিকে নজর রেখেছে। দলের মেডিকেল স্টাফ নিয়মিত কাজ করছেন। তারা আশাবাদী উগান্ডা ম্যাচের পর কয়েকজন সুস্থ হয়ে উঠবেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
VVS Laxman U19 World Cup: করোনা হানাতেও জুনিয়র ক্রিকেটারদের মানসিক কাঠিন্য দেখে মুগ্ধ ভিভিএস লক্ষ্মণ
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement