U19 World Cup Final: ভারতের দুই পেসার লুটে নিলেন ৯ উইকেট! ‘রবি-রাজ’ অ্যান্টিগায়

Last Updated:

রবি কুমার (Ravi Kumar) এবং রাজ বাওয়া (Raj Bawa) মিলে লুটে নিলেন ৯ উইকেট৷ ভারতীয় পেসারদের পরিসংখ্যান হিসেবে যা নিঃসন্দেহে নজির৷ অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে (U19 World Cup 2022) একটিমাত্র উইকেট গেল স্পিনারের ঝোলায়৷

U19 World Cup Final: Two pacers Ravi Kumar and Raj Bawa take 9 wickets in final for India- Photo Courtesy- Twitter
U19 World Cup Final: Two pacers Ravi Kumar and Raj Bawa take 9 wickets in final for India- Photo Courtesy- Twitter
#অ্যান্টিগা: ভারত বনাম ইংল্যান্ড (Ind vs Eng) , অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালের  (U19 World Cup Final) আগে থেকেই ফুটছিল , চড়ছিল পারদ৷ আর হাজার হাজার কিলোমিটার দূরে অ্যান্টিগায় কামাল দুই ভারতীয় পেসারের৷ রবি কুমার (Ravi Kumar) এবং রাজ বাওয়া (Raj Bawa) মিলে লুটে নিলেন ৯ উইকেট৷ ভারতীয় পেসারদের পরিসংখ্যান হিসেবে যা নিঃসন্দেহে নজির৷ অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে (U19 World Cup 2022) একটিমাত্র উইকেট গেল স্পিনারের ঝোলায়৷ ভারত আর স্পিনের শক্তিধর দেশ এই তকমা অনেকদিনই পিছনে ফেলে দিয়েছে৷ একের পর এক বিশ্বমানের পেসার উঠে এসেছে ৷ সেই তালিকায় তরুণ ক্রিকেটাররাও ভালভাবেই নাম লেখালেন৷
যখন ফাইনালের দ্বিতীয় ওভার ও ম্যাচের চতুর্থ ওভারে ইংল্যান্ডের দুই দাপুটে ব্যাটকে- অর্থাৎ একজন ওপেনার ও অন্যজন অধিনায়ককে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দিয়ে হিরো রবি কুমার (Ravi Kumar )৷ আবার ম্যাচের ওপর ইংল্যান্ডের রাশ চেপে বসছে জেমস রিউ এবং জেমস সেলসের দাপটে,তখন সেই রবি কুমারই পার্টনারশিপ ব্রেকার হন৷ তিনি ৯৫ রানে আউট করে জেসম রিউকে প্যাভিলিয়নে ফেরান৷ আর মূলত তাঁর সুবাদেই অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ভারত - ইংল্যান্ডকে ১৮৯ রানে বেঁধে রাখতে সমর্থ হয়৷
advertisement
advertisement
এদিকে রাজ বাওয়ায় (Raj Bawa) এদিন নিজের কেরিয়ারেরই শুধু নয় অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে সেরা বোলিং পারফরম্যান্স করে নজির বইয়ে নাম তুলে নেন৷ এদিন অ্যান্টিগায় অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে রাজ বাওয়ার বোলিং পারফরম্যান্স ৯.৫ ওভার ৩১ রান, ৫ উইকেট৷ তাঁর বোলিং গড় ৩.১৫৷
advertisement
এদিন অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের (U19 World Cup 2022) ফাইনালে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে রবি কুমারের শিকার জেকব ব্যাথেল, টম প্রেস্ট, জেমস রিউ, থমাস অ্যাসপিনওয়ালের -চারটি উইকেট নেন৷
advertisement
এদিকে এই একইমঞ্চে রাজ বাওয়ার শিকাররা হলেন জর্জ থমাস, উইলিয়াম লক্সটন, জর্জ বেল, রেহান আহমেদ, জোসুয়া বয়ডেন৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
U19 World Cup Final: ভারতের দুই পেসার লুটে নিলেন ৯ উইকেট! ‘রবি-রাজ’ অ্যান্টিগায়
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement