U19 World Cup Final: ফাইনালে ধৈর্য্যশীল অর্ধশতরান, রশিদ দেখাচ্ছে ভবিষ্যত

Last Updated:

সব মিলিয়ে পাঁচবার ভারতের বিশ্বকাপ জয়ের পথে অন্যতম বড় কাণ্ডারি এই শেখ রশিদ৷

 After brilliant batting in semifinal Shaik Rasheed scores half century in Ind vs Eng final- Photo Courtesy- BCCI/Twitter
After brilliant batting in semifinal Shaik Rasheed scores half century in Ind vs Eng final- Photo Courtesy- BCCI/Twitter
#অ্যান্টিগা: অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের মঞ্চে  (U19 World Cup Final) ভারত বনাম ইংল্যান্ড  (Ind vs Eng) ফাইনালে ফের ব্যাট হাতে দারুণ ও ক্লাসিকাল পারফরম্যান্স শেখ রশিদের  (Shaik Rasheed ) ৷ অনুর্ধ্ব ১৯ হলেও বা কি ফাইনাল খেলার অভিজ্ঞতা প্রথমবার সঞ্চয় করতে গিয়েও ব্যাট হাতে কার্যত কোনও ভুলচুক করলেন না শেখ রশিদ৷ এদিন জয়ের জন্য প্রয়োজন ১৯০ রান তাড়া করতে গিয়ে অবশ্য শুরুতেই অঙ্গকৃষ রঘুবংশীকে হারায় টিম ইন্ডিয়া৷
কিন্তু অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে ব্যাট হাতে ছাপ রাখতে বদ্ধপরিকর শেখ রশিদ এদিন ফের জ্বলে উঠলেন৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে অধিনায়ক যশ ধুলের ১১০ রান ছিল আর তিনি করেছিলেন ৯৪ রান৷
advertisement
advertisement
ফাইনালে অধিনায়কের ব্যাট না জ্বললেও সহ অধিনায়ক রশিদ দায়িত্ব পালনে কোনও ভুল করেননি৷
advertisement
অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে (U19 World Cup 2022)  তাঁর এদিনের ইনিংস ৮৪ বলে ৫০ রানের৷ ইনিংস সাজানো ৬ টি চার দিয়ে৷ কারণ সে সময় ছোট টার্গেট তাড়া করতেগিয়েও পরপর টপ অর্ডার আউট হয়ে গিয়েছল৷ আর সেই ভুলটা নিজে না করে ক্রিজে খাড়া থেকে দলের স্কোর এগিয়ে দেন শেখ রশিদ (Shaik Rasheed )৷
advertisement
advertisement
এদিন শেখ রশিদকে নিয়েও নেটিজেনরা উচ্ছ্বসিত প্রশংসা করেন৷ তাঁকে ভারতীয় ক্রিকেটের পরবর্তী উত্তরসূরি হিসেবেও দেখা হচ্ছে৷
এদিকে সব মিলিয়ে পাঁচবার ভারতের বিশ্বকাপ জয়ের পথে অন্যতম বড় কাণ্ডারি এই শেখ রশিদ৷
বাংলা খবর/ খবর/খেলা/
U19 World Cup Final: ফাইনালে ধৈর্য্যশীল অর্ধশতরান, রশিদ দেখাচ্ছে ভবিষ্যত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement