1000 ODI : ঐতিহাসিক ম্যাচের আগে ‘এই’ পরিসংখ্যানগুলি চাঙ্গা করে দেবে ভারতীয় ফ্যানদের

Last Updated:

ভারত (Indian Cricket Team ) নিজেদের ১০০০তম একদিনের (1000 ODI) ম্যাচ খেলবে

1000 ODI: India set to play 1000th ODI- Photo Courtesy-BCCI /Twitter
1000 ODI: India set to play 1000th ODI- Photo Courtesy-BCCI /Twitter
#কলকাতা: ভারত রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথম একদিনের ম্যাচ৷ তবে ৬ ফেব্রুয়ারির এই ম্যাচ ভারত তথা ক্রিকেট ইতিহাসের মাইলস্টোন ম্যাচ কারণ ভারত (Indian Cricket Team ) নিজেদের ১০০০তম একদিনের (1000 ODI) ম্যাচ খেলবে ,যা একদিনের ক্রিকেট ইতিহাসে কোনও দলেরই প্রথম নজির৷ ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (Ind vs WI) ম্যাচে এই নজির হবে৷
রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীনে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team ) এই ঐতিহাসিক ১০০০তম একদিনের ক্রিকেট ম্যাচ (1000 ODI)  খেলবে৷ ২০১৬ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৯০০ তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল৷
advertisement
advertisement
১৯৭৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম একদিনের ম্যাচ খেলে ভারতীয় ক্রিকেট দল৷ ভারতই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম দল হিসেবে ১০০০ তম একদিনের ম্যাচ খেলবে৷ ১০০০তম ম্যাচ খেলার দৌড়ে ভারতের নিকটতম প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া৷ তারা এই মুহূ্র্তে ৯৫৮ টি ম্যাচ খেলে রয়েছে৷ এছাড়া পাকিস্তান একমাত্র ক্রিকেট দল যারা আন্তর্জাতিক ক্রিকেটে একদিনের ম্যাচের ক্ষেত্রে ৯০০-র বেশি ম্যাচ খেলেছে৷ পাকিস্তানের খেলা একদিনের ম্যাচের সংখ্যা ৯৩৬৷
advertisement
শ্রীলঙ্কা ৮৭০ টি একদিনের ম্যাচ, ৮৩৪ টি একদিনের ম্যাচ খেলেছে, এই দুই দেশ ৮০০-র বেশি একদিনের ম্যাচ খেলেছে৷
একদিনের ৯৯৯ টি ম্যাচের মধ্যে ৫১৮ টি ম্যাচ জিতেছে ভারত৷ অস্ট্রেলিয়া একদিনের ক্রিকেটে ৫৮১ টি ম্যাচ জিতেছে৷ একমাত্র এই দুই দেশেই একদিনের আন্তর্জাতিকে ৫০০-র বেশি ম্যাচ জিতেছে৷ ভারত হেরেছে ৪৩১ টি ম্যাচ৷ ৯ টি ম্যাচের কোনও ফল হয়নি৷ ভারতের জয়ের হার ৫৪.৫৪৷
advertisement
 ভারতের মাইলস্টোন একদিনের ম্যাচগুলি 
১৯৭৪- ১ একদিনের ম্যাচ (অধিনায়ক-অজিত ওয়াদেকর) (ভারত বনাম ইংল্যান্ড)
১৯৮৩- ৫০ তম একদিনের ম্যাচ (অধিনায়ক- কপিলদেব ) (ভারত বনাম পাকিস্তান)
১৯৮৬- ১০০তম একদিনের ম্যাচ (অধিনায়ক -কপিলদেব) (ভারত বনাম অস্ট্রেলিয়া)
১৯৯২- ২০০তম একদিনের ম্যাচ (অধিনায়ক -মহম্মদ আজহারউদ্দিন) (ভারত বনাম অস্ট্রেলিয়া)
advertisement
১৯৯৬- ৩০০ তম একদিনের ম্যাচ (অধিনায়ক সচিন তেন্ডুকর) (ভারত বনাম দক্ষিণ আফ্রিকা)
১৯৯৯- ৪০০ তম একদিনের ম্যাচ (অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন) (ভারত বনাম কেনিয়া)
২০০২- ৫০০তম একদিনের ম্যাচ (সৌরভ গঙ্গোপাধ্যায়)
২০০৫- ৬০০তম একদিনের ম্যাচ (বীরেন্দ্র সেহওয়াগ) (ভারত বনাম শ্রীলঙ্কা)
২০০৮- ৭০০তম একদিনের ম্যাচ (মহেন্দ্র সিং ধোনি) (ভারত বনাম ইংল্যান্ড)
২০১২- ৮০০তম ম্যাচ  (মহেন্দ্র সিং ধোনি) (ভারত বনাম অস্ট্রেলিয়া)
advertisement
২০১৬ -৯০০তম ম্যাচ (মহেন্দ্র সিং ধোনি) (ভারত বনাম নিউজিল্যান্ড)
একদিনের ক্রিকেটে ভারতের সফলতম ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর৷ একদিনের ক্রিকেটে ৪৬৩ ম্যাচে তাঁর রান ১৮.৪২৬৷
একদিনের ক্রিকেটে ভারতের সবচেয়ে বেশ উইকেট শিকারি অনিল কুম্বলে৷ ২৭১ টি একদিনের ম্যাচে তাঁর উইকেট ৩৩৭৷
বাংলা খবর/ খবর/দেশ/
1000 ODI : ঐতিহাসিক ম্যাচের আগে ‘এই’ পরিসংখ্যানগুলি চাঙ্গা করে দেবে ভারতীয় ফ্যানদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement