1000 ODI : ঐতিহাসিক ম্যাচের আগে ‘এই’ পরিসংখ্যানগুলি চাঙ্গা করে দেবে ভারতীয় ফ্যানদের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ভারত (Indian Cricket Team ) নিজেদের ১০০০তম একদিনের (1000 ODI) ম্যাচ খেলবে
#কলকাতা: ভারত রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথম একদিনের ম্যাচ৷ তবে ৬ ফেব্রুয়ারির এই ম্যাচ ভারত তথা ক্রিকেট ইতিহাসের মাইলস্টোন ম্যাচ কারণ ভারত (Indian Cricket Team ) নিজেদের ১০০০তম একদিনের (1000 ODI) ম্যাচ খেলবে ,যা একদিনের ক্রিকেট ইতিহাসে কোনও দলেরই প্রথম নজির৷ ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (Ind vs WI) ম্যাচে এই নজির হবে৷
রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীনে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team ) এই ঐতিহাসিক ১০০০তম একদিনের ক্রিকেট ম্যাচ (1000 ODI) খেলবে৷ ২০১৬ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৯০০ তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল৷
advertisement
advertisement
১৯৭৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম একদিনের ম্যাচ খেলে ভারতীয় ক্রিকেট দল৷ ভারতই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম দল হিসেবে ১০০০ তম একদিনের ম্যাচ খেলবে৷ ১০০০তম ম্যাচ খেলার দৌড়ে ভারতের নিকটতম প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া৷ তারা এই মুহূ্র্তে ৯৫৮ টি ম্যাচ খেলে রয়েছে৷ এছাড়া পাকিস্তান একমাত্র ক্রিকেট দল যারা আন্তর্জাতিক ক্রিকেটে একদিনের ম্যাচের ক্ষেত্রে ৯০০-র বেশি ম্যাচ খেলেছে৷ পাকিস্তানের খেলা একদিনের ম্যাচের সংখ্যা ৯৩৬৷
advertisement
আরও পড়ুন - IPL 2022 Mega Auction: বিশ্বকাপ ফাইনালে সেরা বল করা রাজ বাওয়া, আইপিএল নিলামে সকলের নজরে
শ্রীলঙ্কা ৮৭০ টি একদিনের ম্যাচ, ৮৩৪ টি একদিনের ম্যাচ খেলেছে, এই দুই দেশ ৮০০-র বেশি একদিনের ম্যাচ খেলেছে৷
একদিনের ৯৯৯ টি ম্যাচের মধ্যে ৫১৮ টি ম্যাচ জিতেছে ভারত৷ অস্ট্রেলিয়া একদিনের ক্রিকেটে ৫৮১ টি ম্যাচ জিতেছে৷ একমাত্র এই দুই দেশেই একদিনের আন্তর্জাতিকে ৫০০-র বেশি ম্যাচ জিতেছে৷ ভারত হেরেছে ৪৩১ টি ম্যাচ৷ ৯ টি ম্যাচের কোনও ফল হয়নি৷ ভারতের জয়ের হার ৫৪.৫৪৷
advertisement
ভারতের মাইলস্টোন একদিনের ম্যাচগুলি
১৯৭৪- ১ একদিনের ম্যাচ (অধিনায়ক-অজিত ওয়াদেকর) (ভারত বনাম ইংল্যান্ড)
১৯৮৩- ৫০ তম একদিনের ম্যাচ (অধিনায়ক- কপিলদেব ) (ভারত বনাম পাকিস্তান)
১৯৮৬- ১০০তম একদিনের ম্যাচ (অধিনায়ক -কপিলদেব) (ভারত বনাম অস্ট্রেলিয়া)
১৯৯২- ২০০তম একদিনের ম্যাচ (অধিনায়ক -মহম্মদ আজহারউদ্দিন) (ভারত বনাম অস্ট্রেলিয়া)
advertisement
১৯৯৬- ৩০০ তম একদিনের ম্যাচ (অধিনায়ক সচিন তেন্ডুকর) (ভারত বনাম দক্ষিণ আফ্রিকা)
১৯৯৯- ৪০০ তম একদিনের ম্যাচ (অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন) (ভারত বনাম কেনিয়া)
২০০২- ৫০০তম একদিনের ম্যাচ (সৌরভ গঙ্গোপাধ্যায়)
২০০৫- ৬০০তম একদিনের ম্যাচ (বীরেন্দ্র সেহওয়াগ) (ভারত বনাম শ্রীলঙ্কা)
২০০৮- ৭০০তম একদিনের ম্যাচ (মহেন্দ্র সিং ধোনি) (ভারত বনাম ইংল্যান্ড)
২০১২- ৮০০তম ম্যাচ (মহেন্দ্র সিং ধোনি) (ভারত বনাম অস্ট্রেলিয়া)
advertisement
২০১৬ -৯০০তম ম্যাচ (মহেন্দ্র সিং ধোনি) (ভারত বনাম নিউজিল্যান্ড)
একদিনের ক্রিকেটে ভারতের সফলতম ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর৷ একদিনের ক্রিকেটে ৪৬৩ ম্যাচে তাঁর রান ১৮.৪২৬৷
একদিনের ক্রিকেটে ভারতের সবচেয়ে বেশ উইকেট শিকারি অনিল কুম্বলে৷ ২৭১ টি একদিনের ম্যাচে তাঁর উইকেট ৩৩৭৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 06, 2022 12:53 AM IST