অব্যাহত শ্বেতা-শেফালির দাপট, অনুর্ধ্ব ১৯ মহিলা বিশ্বকাপে আমিরশাহিকে উড়িয়ে দিল ভারত

Last Updated:

অনুর্ধ্ব ১৯ মহিলা বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১৯ রান করে ভারতীয় দল। রান তাড়া করতে নেমে মাত্র ৯৭ করে আরব আমিরশাহি। ১২২ রানের বড় ব্যবধানে জয় পায় ভারত।

অনুর্ধ্ব ১৯ মহিলা বিশ্বকাপে অব্যাহত ভারতীয় দলের দাপট। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা সহজে হারানোর পর দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহিকে উড়িয়ে দিল মহিলা টিম ইন্ডিয়া। ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১৯ রানের পাহাড় প্রমাণ স্কোর করে ভারত। ব্যাট হাতে ইউএই-এর বিরুদ্ধে আগুনে পারফরম্যান্স করলেন শেফালি ভার্মা ও শ্বেতা শেরায়ত। ৭৮ রান করেন শেফালি ও ৭৪ রান করেন শ্বেতা। এছাড়া ৪৯ রান করে রিচা ঘোষ। রান তাড়া করতে নেমে মাত্র ৯৭ করে আরব আমিরশাহি। ১২২ রানের বড় ব্যবধানে জয় পায় ভারত।
প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫৭ বলে ৯২ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন শ্বেতা শেরায়ত। সেই ফর্ম দ্বিতীয় ম্যাচেও ধরে রেখে লাগাতার অর্ধশতরান করলেন তিনি। আরব আমিরশাহির বিরুদ্ধে ৪৯ বলে ৭৪ রান করেন শ্বেতা। ইনিংসে ১০টি চার মারেন তিনি। অপরদিকে, প্রথম ম্যাচে ১৬ বলে ৪৫ রান করার পর ইউএই-এ বিরুদ্ধে ৩৪ বলে ৭৮ রানের আরও এক বিধ্বংসী ইনিংস খেলেন শেফালি ভার্মা। ১২টি চার ও ৪টি ছয়ে সাজানো তার ইনিংস। ওপেনিং জুটিতে ১১১ রান যোগ করেন শেফালি ও শ্বেতা। রিচা ঘোষ করেন ২৯ বলে ৪৯।
advertisement
advertisement
২২০ রানের পাহাড় প্রমাণ টার্গেট তাড়া করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ৯৭ করে সংযুক্ত আরব আমিরশাহি। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন মাহিকা গৌর ও ২৪ রান করেন লাবণ্য কেনি। ভারতের হয়ে একটি করে উইকেট নেন শবনম এমডি, তিতাস সাধু, মান্নত কাশ্যপ ও পর্শভি চোপড়া। ১২২ রানে জয় পায় মহিলা টিম ইন্ডিয়া। এই জয়ের ফলে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ডি-এর শীর্ষে উঠে এল ভারতীয় দল।
বাংলা খবর/ খবর/খেলা/
অব্যাহত শ্বেতা-শেফালির দাপট, অনুর্ধ্ব ১৯ মহিলা বিশ্বকাপে আমিরশাহিকে উড়িয়ে দিল ভারত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement