আর সমালোচনা নয়, এবার কোহলিকে নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী করলেন সুনীল গাভাসকর

Last Updated:

বাংলাদেশ সফরে বছরের শেষ একদিনের ম্যাচে শতরান করেছিলেন বিরাট কোহলি। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে ৩ ম্যাচে ২টি শতরান করেন বিরাট। এরপরই কোহলিকে নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী করলেন কিংবদন্তী সুনীল গাভাসকর।

কোহলিকে নিয়ে ভবিষ্যদ্বাণী গাভাসকরের
কোহলিকে নিয়ে ভবিষ্যদ্বাণী গাভাসকরের
মুম্বই: লাগাতার প্রায় ৩ বছর ধরে বিরাট কোহির ব্যাটে ছিল শতরানের খরা। সমালোচনার সম্মুখীনও হতে হয়েছে প্রাক্তন ভারত অধিনায়ককে। কিন্তু গত বছর এশিয়া কাপে কোহলির ব্যাটে আসে কাঙ্খিত শতরান। টি-২০ বিশ্বকাপে সর্বোচ্চ স্কোরার ছিলেন কোহলি। বাংলাদেশ সফরে বছরের শেষ একদিনের ম্যাচে শতরান করেছিলেন বিরাট কোহলি। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে ৩ ম্যাচে ২টি শতরান করেন বিরাট। এরপরই কোহলিকে নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী করলেন কিংবদন্তী সুনীল গাভাসকর।
শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে ৩ ম্যাচে ২৭৯ রান করেছেন বিরাট কোহলি। তার মধ্যে প্রথম ম্যাচে ১১৩ ও তৃতীয় ম্যাচে ১৬৬ রান করেছেন ভিকে। একদিনের ক্রিকেটে ৪৬টি শতরান হয়ে গিয়েছে বিরাট কোহলি। সচিন তেন্ডুলকরের সর্বোচ্চ ৪৯টি শতরান থেকে ৩টি দূরে বিরাট। সুনীল গাভাসকর জানিয়েছেন, ‘আইপিএলের আগে অনেকগুলি ম্যাচ খেলবে ভারতীয় দল। ফলে বিরাটের পক্ষে আরও তিনটি সেঞ্চুরি করা খুব একটা কঠিন নয়। ও এখন যে ফর্মে রয়েছে, তাতে বিরাটের কাছে শতরান কোনও কঠিন কাজ নয়।’
advertisement
advertisement
প্রসঙ্গত, শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে এমনিতেই একাধিক সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙেছেন বিরাট কোহলি। ভারতের মাটিতে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ শতরানের মালিক হয়েছেন বিরাট। সচিনের ২০ টি শতরানের রেকর্ড ভেঙেছেন কোহলি। যে কোনও একটি দলের বিরুদ্ধে ভারতীয়েদর মধ্যে সবথেকে বেশি শতরান করার রেকর্ডও নিজের নামে করলেন কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯টি শতরান ছিল সচিনের, তা ভেঙে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০টি শতরান করলেন বিরাট।
বাংলা খবর/ খবর/খেলা/
আর সমালোচনা নয়, এবার কোহলিকে নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী করলেন সুনীল গাভাসকর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement