U-19 WC Ind vs Ban: আজ ভারত-বাংলাদেশ হাইভোল্টেজ ম্যাচ, করোনাকে হারিয়ে ফিরছেন ক্যাপ্টেন ইয়াস
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
U19 WC Ind vs Ban Quarter Final: আজ বদলার ম্যাচ ভারতের। গতবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ হারিয়েছিল ভারতীয় দলকে।
#অ্যান্টিগা: আজ অ্যান্টিগায় বদলার ম্যাচ খেলতে নামবে ভারতের অনূর্ধ্ব-১৯ দল। গতবার ছোটদের বিশ্বকাপে বাংলাদেশের কাছে ফাইনালে হেরেছিল টিম ইন্ডিয়া। শুধু তাই নয়, ভারতকে হারিয়ে ভারতীয় ক্রিকেটারদের নিয়ে রীতিমতো তুচ্ছ-তাচ্ছিল্য করেছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। সেই ম্যাচ হারের স্মৃতি এখনও দগদগে ভারতীয় ক্রিকেটের সমর্থকদের মনে।
আজ বাংলাদেশকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে উঠলে ভারতের সামনে অস্ট্রেলিয়া। ১১৯ রানে পাকিস্তানকে হারিয়ে ইতিমধ্যে ১১৯ রানে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট হাতে পেয়েছে অজিরা। ফলে বলা চলে, ভারতীয় দলের সামনে এবার পর পর দুটি কঠিন প্রতিপক্ষ। তবে বিশ্বজয় করতে হলে এমন কঠিন হার্ডলস তো পেরোতেই হবে! আর সেটা ভারতের ভবিষ্যতে তারকারা ভাল মতোই জানেন।
advertisement
আরও পড়ুন- অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ফাইনাল হারের বদলা চায় ভারত
বাংলাদেশের বিরুদ্ধে আজ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নামার আগে ভারতীয় দলের জন্য খারাপ ও ভাল, দুরকম খবরই আছে। ভাল খবর, অধিনায়ক যশ ধুল সহ প্রথম একাদশের চারজন ক্রিকেটার করোনামুক্ত। ফলে আজ ক্যাপ্টেন ইয়াসের খেলার সমূহ সম্ভাবনা রয়েছে। যদিও গুরুত্বপূর্ণ পাঁচ ক্রিকেটার না থাকলেও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ লিগের শেষ দুই ম্যাচে দাপট নিয়ে জিতেছে ভারতীয় দল।
advertisement
advertisement
খারাপ খবর, ভারতীয় দলের অলরাউন্ডার নিশান্ত সিন্ধু করোনা আক্রান্ত হয়েছেন। সিন্ধু এখনও পর্যন্ত এই বিশ্বকাপে চারটি উইকেট নিয়েছেন। তাঁর ইকোনমি রেট ২.৭৫। বুঝতেই পারছেন, বাংলাদেশের বিরুদ্ধে তিনি কতটা কার্যকরী হতে পারতেন!
আরও পড়ুন- কুলদীপ যাদবকে দলে ফিরিয়ে ভুল করল বিসিসিআই? কী বলছেন হরভজন?
এদিকে হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে চলতি টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন বসু বৎস। ভারতীয় দলের কাছে যা বড় ধাক্কা। তাঁর জায়গায় দলে এলেন আরাধ্য যাদব। বসুর বদলে আরাধ্যকে চেয়ে ইভেন্ট টেকনিক্যাল কমিটির কাছে আবেদন করেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবে ভারতীয় দলে এখন করোনা যেন সব থেকে বড় প্রতিপক্ষ। একের পর এক ক্রিকেটার করোনা আক্রান্ত হয়ে ছিটকে যাচ্ছেন। ফলে বারবার টিম কম্বিনেশন ভাঙতে হচ্ছে। বাংলাদেশ ম্যাচের আগেও সমস্যা সেই একই। তবে এবার যেন প্রতিশোধ নিতে মরিয়া ভারতীয় দল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 29, 2022 5:44 PM IST