#নয়াদিল্লি: সঠিক সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। পরিষ্কার জানিয়ে দিলেন হরভজন সিং। একদিনের ক্রিকেটে কুলদীপ যাদবকে আবার সুযোগ দেওয়া প্রমাণ করে বিসিসিআই ছেলেটির যোগ্যতা এবং স্কিল সম্পর্কে অবগত। হরভজন জানিয়েছেন কুলদীপকে তিনটে ম্যাচেই তিনি দেখতে চান। কুলদীপ দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি। ঘরোয়া ক্রিকেটের বাইরে। কিন্তু একবার যদি উইকেট পেতে শুরু করেন, তাকে আটকে রাখা মুশকিল আছে।
রোহিত শর্মা এবং কে এল রাহুল কুলদীপকে একটু ভরসা এবং সাহস দিলে আবার একজন প্রকৃত ম্যাচ উইনার খুঁজে পাবে ভারত' বলেন হরভজন। ভাজ্জি নিশ্চিত কুলদীপ এনসিএ - তে ট্রেনিং করে নিজেকে সঠিক জায়গায় রেখেছেন। ফিটনেস নিয়ে চিন্তিত নন। অভাব রয়েছে ম্যাচ খেলার। তবে কুলদীপের কোচ কপিল পান্ডে জানিয়েছেন কুলদীপ রঞ্জি ট্রফির কথা ভেবে মাঝের সময়টা জুনিয়র ক্রিকেটারদের সঙ্গে অনুশীলন করেছেন।
দিনে ১০ ওভার করে নিয়মিত বল করেছেন। কোনরকম ব্যথা বা ছন্দের অভাব লক্ষ্য করা যায়নি। কোচ মনে করিয়ে দিলেন কুলদীপ যাদবের একদিনের ক্রিকেটে ১০০ টির ওপর উইকেট আছে। রয়েছে দুটি হ্যাটট্রিক। তাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কুলদীপ দুরন্ত কামব্যাক করবেন নিশ্চিত ছোটবেলার কোচ। একটা সময় ভারতীয় ক্রিকেটে বিরাট ঝড় তুলেছিলেন তিনি। তরুণ চায়নাম্যান বোলার কুলদীপ যাদব লম্বা রেসের ঘোড়া, এমনটাই মনে হয়েছিল। কিন্তু তারপর যে কোন কারণে প্রত্যাশিত জায়গায় পৌঁছতে পারেননি।
সমসাময়িক ক্রিকেটারদের থেকে লড়াইয়ে পিছিয়ে পড়েছেন অনেকটাই। কিন্তু পরিশ্রম এবং চেষ্টা কখনও বৃথা যায় না। তেমনটাই সত্যি হচ্ছে কুলদীপ যাদবের ক্ষেত্রে। সঞ্জয় মঞ্জরেকর আগেই বলেছিলেন বিসিসিআইয়ের উচিত একবার অন্তত কুলদীপ যাদবের কথা ভেবে দেখা। কুলদীপ কয়েকদিন আগে অস্ত্রোপচার করিয়েছেন। এখন রিহাব করে সুস্থ হওয়ার লড়াই চালিয়ে সম্পূর্ণ ফিট।
কুলদীপ যাদব এমন একজন প্রতিভাবান বোলার যে নিজের দিনে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। টি টোয়েন্টি ফরম্যাটে না হলেও, একদিনের ফরম্যাটে তাকে ফিরিয়ে আনার কথা ভাবা হোক। আধুনিক বিশ্ব ক্রিকেটে চায়নাম্যান বোলার খুব বেশি নেই। তবে সাদা বলের ক্রিকেটে এরা খুব কার্যকরী।
জাতীয় দলে ফিরতে পেরে পরিবার নিয়ে মথুরায় প্রার্থনা করতে গিয়েছিলেন কুলদীপ। তিনি ভাল করেই জানেন এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ তার কাছে নবজন্ম হতে পারে। হয় ফিরে আসবেন রাজার মতো, না হলে হারিয়ে যাবেন অনির্দিষ্টকালের জন্য। হরভজন অবশ্য আশাবাদী কুলদীপ সফল হবেন ক্যারিবিয়ানদের বিরুদ্ধে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Harbhajan Singh, Kuldeep Yadav