Junior Davis Cup: পাকিস্তানকে আবার খেলার মাঠে হারাল ভারত, হার হজম হল না! পাক খেলোয়াড়দের অসভ্যতা দেখুন

Last Updated:

U16 Davis Cup- আবার পাকিস্তানকে খেলার মাঠে হারাল ভারত। আর তার পরই পাকিস্তানি খেলোয়াড়দের অসভ্যতা প্রকাশ্যে। ভারতের বিরুদ্ধে যে কোনও খেলায় পাকিস্তান যে হারে, তা আরও একবার প্রমাণিত।

News18
News18
নয়াদিল্লি : আবার পাকিস্তানকে খেলার মাঠে হারাল ভারত। আর তার পরই পাকিস্তানি খেলোয়াড়দের অসভ্যতা প্রকাশ্যে। ভারতের বিরুদ্ধে যে কোনও খেলায় পাকিস্তান যে হারে, তা আরও একবার প্রমাণিত।
U16 ডেভিস কাপে পাকিস্তানকে হারাল ভারত। এই জয়ের পর একটি ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তার পরই পাকিস্তানের খেলোয়াড়রা আসল রং দেখিয়েছে। ওই ভিডিওতে একজন পাকিস্তানি খেলোয়াড়কে ভারতীয় খেলোয়াড়ের প্রতি অত্যন্ত অসভ্য আচরণ করতে দেখা যাচ্ছে।
ভারত শনিবার কাজাখস্তানের শিমকেন্টে এশিয়া-ওশিনিয়া জুনিয়র ডেভিস কাপ (U-16) টুর্নামেন্টের ১১তম স্থানের প্লে-অফ ম্যাচে পাকিস্তানকে ২-০ তে হারিয়েছে। Prakash Saran এবং Tavish Pahwa তাদের সিঙ্গলস ম্যাচে সরাসরি সেটে জয় লাভ করেন। ফলে ভারত চূড়ান্ত স্ট্যান্ডিংয়ে তাদের স্থান নিশ্চিত করেছে। ম্যাচের তিন দিন পর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ্যে আসে। সেখানে দেখা যাচ্ছে, একজন পাকিস্তানি খেলোয়াড় অভদ্র ইশারা করছেন। পাকিস্তানি খেলোয়াড়রা একবার নয়, বরং অনেকবার করেছে এমন অসভ্যতা।
advertisement
advertisement
আরও পড়ুন- পুকুরের পাঁক, কাদা মেখে…! নতুন প্রজন্মকে শিক্ষা দিতে সে-কি আয়োজন
অনেকে ভারতীয় খেলোয়াড়দের প্রশংসা করেছেন। আর পাকিস্তানিদের এই ধরনের আচরণ নিয়ে সমালোচনা করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে জয়ের আগে ভারত প্লে-অফে নিউজিল্যান্ডের কাছে ১-২ তেহেরেছিল। ভারতীয় জুটি ডাবলস রাবারে টানটান সুপার টাই-ব্রেক (৯-১১) এ হেরেছিল। হারার পরও ভারতীয় খেলোয়াড়দের আচরণ প্রতিপক্ষের প্রতি সম্মানজনক ছিল।
advertisement
উল্লেখ্য, পহেলগাঁওতে সন্ত্রাসী হামলায় ২৬ জনের প্রাণ গিয়েছিল। তার জবাবে ভারত ৭ মে অপারেশন সিঁদুর অপারেট করেছিল। পাকিস্তানের ৯টি সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করে ভারতীয় সেনা। এমন আবহে ভারত ও পাকিস্তানের সম্পর্ক আরও তিক্ত হয়েছে। তবে তার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই জয় অবশ্যই ভারতীয় সমর্থকদের জন্য বড় সুখবর।
বাংলা খবর/ খবর/খেলা/
Junior Davis Cup: পাকিস্তানকে আবার খেলার মাঠে হারাল ভারত, হার হজম হল না! পাক খেলোয়াড়দের অসভ্যতা দেখুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement