বাংলায় ছিলেন ব্রাত্য, ত্রিপুরায় গিয়ে দুরন্ত শতরান করলেন ঋদ্ধিমান সাহা

Last Updated:

বিজয় হাজারে ট্রফিতে ত্রিপুরার হয়ে দুরন্ত ব্যটিং ঋদ্ধিমান সাহা। চন্ডীগড়ের বিরুদ্ধে খেললেন শতরানের অনবদ্য ইনিংস। সমালোচকদের বুঝিয়ে দিলেন তিনি এখনও ফুরিয়ে যাননি।

#নয়াদিল্লি: বঞ্চনার অভিযোগ তুলে বাংলা ছেড়েছিলেন ঋদ্ধিমান সাহা। পারি দিয়েছিলেন প্রতিবেশী রাজ্য ত্রিপুরাতে। বয়স বাড়লেও তিনি যে এখনও ফুরিয়ে যাননি তা প্রমাণ করে দিলেন তারকা উইকেট রক্ষক-ব্যাটার। বিজয় হাজারে ট্রফিতে চন্ডীগড়ের বিরুদ্ধে অনবদ্য শতরান করলেন ঋদ্ধি। ৬টি চার ও ৩টি ছয়ে সাজানো তার ইনিংস। ১০১ রানের ইনিংসে সিএবিকে কার্যত বঞ্চনার জবাব দিলেন 'পাপালি'।
ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন ঋদ্ধিমান সাহা। ম্যাচে প্রথমে ব্যাট ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৫ রান করে চন্ডীগড়। দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেছিলেন শুভম ভামব্রি। রান তাড়া করতে নেমে ত্রিপুরার ব্যাটিং টপ অর্ডার পুরোপুরি ফ্লপ করে। একসময় ৩২ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ধুকছিল গোটা দল। সেখান থেকে দলের রাশ ধরেন ঋদ্ধিমন সাহা ও রজত দে।
advertisement
ঋদ্ধি ও রজত ঠান্ডা মাথায় এগিয়ে নিয়ে যান দলের স্কোর বোর্ড। খারাপ বল আক্রমণাত্মক শটও খেলেন দুজন। শতরানের পার্টনারশিপ করেন ঋদ্ধি ও রজত। ১৪৮ রানের পার্টনারশিপ করার পর ভাঙে জুটি। ৭৮ রান করে আউট হন রজত দে। এরপর একদিক থেকে উইকেট পডলেও একার হাতে দলকে টানেন ঋদ্ধিমান সাহা। নিজেগ শতরানও পূরণ করেন। খেলেন একের পর এক চোখ ধাঁধানো শট।
advertisement
advertisement
কিন্তু দলের ২৪২ রানের মাথায় আউট হন ঋদ্ধিমান সাহা। ১০১ রান করেন তিনি। ঋদ্ধি আউট হওয়াক পরও ফের ধস নামে ত্রিপুরার ইনিংসে। শেষ পর্যন্ত ৪ রানে ম্যাচটি হারে ত্রিপুরা। তবে ঋদ্ধিমান সাহার ইনিংস সমালোচকদের মুখের উপর যোগ্য জবাব বলা যেতেই পারে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বাংলায় ছিলেন ব্রাত্য, ত্রিপুরায় গিয়ে দুরন্ত শতরান করলেন ঋদ্ধিমান সাহা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement