ছুটতে পারে না, ভুঁড়ি! রোহিতের চেহারা নিয়ে পাকিস্তানিদের প্রচুর টেনশন
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
টি-২০ বিশ্বকাপে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ রোহিত শর্মা। প্রশ্ন উঠেছে ভারত অধিনায়কের ফিটনেস নিয়েও। রোহিতকে কার্যত তুলোধনা করলেন এবার প্রাক্তন পাকিস্তান ক্রিকেটাররা।
#করাচি: টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে লজ্জার হার। প্রতিযোগিতা থেকে ভারতীয় দলের ছিটকে যাওয়ার পর থেকেই শুরু হয়েছে সমালোচনা। দলের পারফরম্যান্স থেকে শুরু করে অধিনায়ক রোহিত শর্মার পারফরম্যান্স, সব কিছু নিয়েই চলছে কাটা-ছেঁড়া। এবার রোহিতকে চাচাছোলা ভাষায় আক্রমণ করলেন প্রাক্তন পাকিস্তান ক্রিকেটাররা। শুধু ব্যাটিং নয়, ফিটনেস নিয়েও ব্যাঙ্গের শিকার হত হল রোহিতকে।
রোহিতের অধিনায়কত্ব নিয়ে একেবারেই অখুশি পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। রোহিত নয়, ভারতের সৌরভ গঙ্গোপাধ্যায় বা এমএস ধোনির মত অধিনায়ক প্রয়জন বলে জানিয়েছেন আফ্রিদির। ভারতের এমন একজনকে দরকার যিনি সামনে থেকে দাঁড়িয়ে দলকে নেতৃত্ব দেবে। যেমনটা ছিল সৌরভ ও ধোনির মধ্যে। রোহিত শর্মার মধ্যে সেই বিষয়টির অভাব রয়েছে বলে মনে করে শাহিদ আফ্রিদি। এছাড়া ভালো দল করতে হলে ভারতীয় ক্রিকেট বোর্ডকে আরও অনেক কাজ করতে হলে বলেও জানিয়েছেন আফ্রিদি।
advertisement
শাহিদ আফ্রিদি ছাড়া প্রাক্তন পাকিস্তান ওপেনার সলমন বাটও তুলোধনা করেছেন রোহিত শর্মাকে। নিজের ইউটিউব চ্যানেলে বাট বলেছেন, 'রোহিত শর্মার থেকে ভালো ক্রিকেটার নেই। তবে আধুনিক যুগের ক্রিকেটে ফিটনেসও খুব গুরুত্বপূর্ণ। তুমি যখন গোটা দলকে নির্দেশ দিচ্ছ, তাঁদের থেকে ১০০ শতাংশ আশা করছ আর তুমি নিজেই যখন স্লথগতির একজন ক্রিকেটার তখন কীকরে হবে?' এমনকী ফিটনেসের বিচার করলে রোহিত শর্মার থেকে ধোনি এখনও বেশি ফিট, তাকে দলে রাখা উচিৎ বলে মনে করেন সলমন বাট।
advertisement
advertisement
প্রসঙ্গত, রোহিত শর্মা টি-২০ বিশ্বকাপ ২০২২-এ ৬ ম্যাচে মাত্র ১১৬ রান করেছেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে একমাত্র অর্ধশতরান করেছিলেন ভারত অধিনায়ক। এবারের টি-২০ বিশ্বকাপে রোহিতের গড় ১৯.৩৩। ফলে শুধু পাক ক্রিকেটাররাই নয়, নান মহলে সমালোচিত হচ্ছেন হিটম্যান।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 15, 2022 5:10 PM IST