Cricketer : দুই বোন, যেন মেয়েদের ক্রিকেটে 'সচিন-শেহওয়াগ'! আসানসোলে নতুন প্রতিভার খোঁজ

Last Updated:

Asansol- যেমন কভার ড্রাইভ শট, তেমন স্টেট কাট, আবার তেমনই অফ স্পিন বলিং এ যেনও জাদু ঝড়ছে হাতে। একে একে কাবু করছেন ব্যাটসম্যানদের।

+
চলছে

চলছে ক্রিকেটের প্রশিক্ষণ।

আসানসোল, রিন্টু পাঁজা : যেমন কভার ড্রাইভ শট, তেমন স্ট্রেট কাট, আবার তেমনই অফ স্পিন বোলিং! একে একে কাবু করছেন ব্যাটসম্যানদের। বাংলার দুই বোনের প্রতিভা দেখে অনেকেই মুগ্ধ।
বড় বোন যেন ছোট্ট ‘স্মৃতি মান্ধানা’ এবং ছোটো বোন যেন ‘রিচা ঘোষ’! দুই বোনের প্রতিভা সারা ফেলেছে এলাকায়। ব্যাটিং-বোলিং আর উইকেটকিপিং। আপনি একটি বারও ধরতে পারবেন না যে তারা ছোট্ট একরত্তি।
ক্রিকেট একটি জনপ্রিয় খেলা। একপ্রকার সবাই খেলতে ও দেখতে ভালবাসেন। ক্রিকেট নিয়ে অনেকের এগিয়ে যাওয়ার ইচ্ছা থাকে। কেউ চায় বিরাট কোহলি অনুকরণে বেড়ে উঠতে, কেউ ধোনির মতো, কেউ আবার চায় রিচা ঘোষ, স্মৃতি মান্ধানার মতো বেড়ে উঠতে।
advertisement
advertisement
মা শিবানী ধীবর বলেন, “মহিশীলাতে রন্টি স্যারের হাত ধরেই আমার এই দুই মেয়ে ব্যাটিং বোলিংয়ে এবং উইকেটকিপিং-এ প্রশিক্ষণ নিচ্ছে। বড় মেয়ে ডিস্ট্রিক্টে তিনবার চ্যাম্পিয়ন হয়েছে। ওপেন ট্রায়াল দিয়েছে সিলেক্ট হয়ে গত বছর বহরমপুরে খেলতে গিয়েছিল। আমার দুই মেয়ে একই সঙ্গে স্কুলে যায়, একই সঙ্গে স্কুল থেকে এসে পড়তে বসে ও একই সঙ্গে মাঠে ক্রিকেট খেলতে যায়।
advertisement
আরও পড়ুন- আইনি বেটিং অ্যাপের সঙ্গে যোগ! ইডির ডাক পেলেন শিখর ধাওয়ান, বড় সমস্যায় ‘গব্বর’!
আসানসোল মহকুমার অন্তর্গত শিবনগর দুই নম্বর লেন এলাকার দুই বোন পৌষানী ধীবর ও তার ছোট্ট বোন পৌষালী ধীবর। পৌষানীর ছোটো থেকে পছন্দের ক্রিকেটার স্মৃতি মান্ধানা। ছোট বোনের পছন্দের রিচা ঘোষ। আসানসোলের চিত্তরঞ্জন ক্রিকেট অ্যাকাডেমিতে কোচ রন্টি সোম-এর কাছে ক্রিকেটের প্রশিক্ষণ নিচ্ছে। বড় বোন পৌষানী অফ স্পিন বোলিং করে ও ‘স্মৃতি মান্ধানা’র মতো ব্যাটিং করার চেষ্টা করে। অপরদিকে, ছোট বোন ক্রিকেটার রিচা ঘোষ- এর মতো উইকেট ওর পিছনে কিপিং করার চেষ্টা করে। তারা সকালে প্রশিক্ষণ নেয় এবং বিকেলে স্কুল থেকে আসার পরেও মাঠে যাই।
বাংলা খবর/ খবর/খেলা/
Cricketer : দুই বোন, যেন মেয়েদের ক্রিকেটে 'সচিন-শেহওয়াগ'! আসানসোলে নতুন প্রতিভার খোঁজ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement