আইপিএলের একমাত্র দল যাদের বিদেশি ক্যাপ্টেন পছন্দ, ১২ বছরে ১০ বার অধিনায়ক বদল!

Last Updated:

Sunrisers Hyderabad Ipl 2024: শিখর ধাওয়ানকে বাদ দিলে সানরাইজার্স হায়দরাবাদ কোনো ভারতীয় খেলোয়াড়কে দলের নিয়মিত অধিনায়ক করেনি। শিখর ২০১৩-১৪ সালে ১৬টি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। তার মধ্যে তিনি ৭টি ম্যাচ জিতেছিলেন। ৯টি ম্যাচ হেরেছিলেন।

কলকাতা: আইপিএলে এমন একটি দল আছে যারা ভারতীয় অধিনায়ক একেবারেই পছন্দ করে না। বিদেশি অধিনায়ক সেই ফ্র্যাঞ্চাইজির খুব পছন্দ। এই দলটি এতদিনে ১০ বার অধিনায়ক বদল করেছে। তার মধ্যে ৭ জন বিদেশি।
২০১৬ সালে শিরোপা জয়ী এই দলটি বিভিন্ন সময়ে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার খেলোয়াড়দের অধিনায়ক হিসেবে দায়িত্ব দিয়েছে।
এবারও অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স অধিনায়ক। আমরা সানরাইজার্স হায়দরাবাদের কথা বলছি। তারা আইপিএল ২০২৪-এ এখনও পর্যন্ত ৫টি ম্যাচের মধ্যে ৩টি জিতেছে।
advertisement
আরও পড়ুন- ‘একটা লবি বিরাট কোহলির সঙ্গে রাজনীতি করছে’, ভয়ঙ্কর দাবি, হইচই ভারতীয় ক্রিকেটে
মঙ্গলবার প্যাট কামিন্সের নেতৃত্বে সানরাইজার্স হায়দরাবাদ খুব উত্তেজনাপূর্ণ ম্যাচে পঞ্জাব কিংসকে ২ রানে হারিয়েছে। এখনও পর্যন্ত সর্বোচ্চ ৪টি ম্যাচ জিতেছে রাজস্থান রয়্যালস।
advertisement
সানরাইজার্স হায়দরাবাদ ২০১৩ সালে প্রথমবার আইপিএল খেলে। তার আগে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি ডেকান চার্জার্স নামে খেলত। ২০১২ সালে দলটির মালিকানা সান গ্রুপের কাছে যায়। সান গ্রুপ আইপিএলে প্রবেশের সাথে সাথে তাদের দলের নাম পরিবর্তন করে। তখন অধিনায়ক কুমার সাঙ্গাকারাকে করা হয়েছিল।
২০১৩ থেকে ২০২৪ সালের মধ্যে সানরাইজার্স হায়দরাবাদ দলে ১০ জন খেলোয়াড় নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে রয়েছেন কুমার সাঙ্গাকারা, ক্যামেরন হোয়াইট, শিখর ধাওয়ান, ড্যারেন স্যামি, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, ভুবনেশ্বর কুমার, মনীশ পান্ডে, এইডেন মার্করাম এবং প্যাট কামিন্স।
advertisement
আরও পড়ুন- ‘মেয়ে যখন বয়ফ্রেন্ড আনবে!’নায়িকার প্রশ্নে ‘বাপি বাড়ি যা’ স্টাইলে উত্তর দাদার
এর মধ্যে ড্যারেন স্যামি, ভুবনেশ্বর ও মনীশ পান্ডে দলের নিয়মিত অধিনায়ক ছিলেন না। নিয়মিত অধিনায়ক ইনজুরিতে পড়লে দলের নেতৃত্ব নেন এই তিনজন।
শিখর ধাওয়ানকে বাদ দিলে সানরাইজার্স হায়দরাবাদ কোনো ভারতীয় খেলোয়াড়কে দলের নিয়মিত অধিনায়ক করেনি। শিখর ২০১৩-১৪ সালে ১৬টি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। তার মধ্যে তিনি ৭টি ম্যাচ জিতেছিলেন। ৯টি ম্যাচ হেরেছিলেন। সানরাইজার্স হায়দরাবাদ আইপিএল খেতাব জিতেছিল ২০১৬ সালে। তখন অধিনায়ক ছিলেন ডেভিড ওয়ার্নার।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
আইপিএলের একমাত্র দল যাদের বিদেশি ক্যাপ্টেন পছন্দ, ১২ বছরে ১০ বার অধিনায়ক বদল!
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement