Sourav Ganguly and Sana: ‘মেয়ে যখন বয়ফ্রেন্ড আনবে!’ নায়িকার প্রশ্নে ‘বাপি বাড়ি যা’ স্টাইলে উত্তর দাদা-র

Last Updated:
Sourav Ganguly and Sana: সৌরভ কীরকম বাবা প্রমাণ হল আবার
1/8
Sourav Ganguly and Sana: সৌরভ গঙ্গোপাধ্যায় এখন গর্বিত বাবা৷ নিজে কেরিয়ারের সব সাফল্যের পথ পেরিয়েছেন৷ কিন্তু মেয়ে যখন পাকা চাকরি পেয়ে যায় তখন বাবার আনন্দ আর ধরে না৷ এর আগেই  যখন ইনটার্ন ছিলেন তখনই গিফট দিয়েছিলেন সানা৷ আর এবার একেবারে পাকা চাকরি৷ এখন তিনি লন্ডনের বাসিন্দা৷
Sourav Ganguly and Sana: সৌরভ গঙ্গোপাধ্যায় এখন গর্বিত বাবা৷ নিজে কেরিয়ারের সব সাফল্যের পথ পেরিয়েছেন৷ কিন্তু মেয়ে যখন পাকা চাকরি পেয়ে যায় তখন বাবার আনন্দ আর ধরে না৷ এর আগেই  যখন ইনটার্ন ছিলেন তখনই গিফট দিয়েছিলেন সানা৷ আর এবার একেবারে পাকা চাকরি৷ এখন তিনি লন্ডনের বাসিন্দা৷
advertisement
2/8
দাদা জানিয়েছেন তিনি সানা-র বিষয়ে সব সময়েই কথা বলতে থাকেন আর দাদা-র ফ্যানরা এখন সকলেই সানার বিষয়ে জানতেও চান৷ দাদা নিজের রিয়েলিটি শোতে  ফের একবার সানা ও তাঁর বয়ফ্রেন্ডকে নিয়ে খোলাখুলি আলোচনা করলেন৷
দাদা জানিয়েছেন তিনি সানা-র বিষয়ে সব সময়েই কথা বলতে থাকেন আর দাদা-র ফ্যানরা এখন সকলেই সানার বিষয়ে জানতেও চান৷ দাদা নিজের রিয়েলিটি শোতে  ফের একবার সানা ও তাঁর বয়ফ্রেন্ডকে নিয়ে খোলাখুলি আলোচনা করলেন৷
advertisement
3/8
সৌরভ গঙ্গোপাধ্যায় কেমন বাবা তা বারেবারে প্রমাণ করেন৷ তবে এবার দাদা-র মুখ থেকে যে কথা তা শুনে সকলেই আবেগতাড়িত৷ সানা এখন ২২ বছরের তরুণী৷ Photo- File
সৌরভ গঙ্গোপাধ্যায় কেমন বাবা তা বারেবারে প্রমাণ করেন৷ তবে এবার দাদা-র মুখ থেকে যে কথা তা শুনে সকলেই আবেগতাড়িত৷ সানা এখন ২২ বছরের তরুণী৷ Photo- File
advertisement
4/8
দাদা আগে জানিয়েছিলেন ছোট সানা জন্মানোর পর যখন বাড়িতে আসেন তখন দাদা সেই সদ্যোজাত সন্তানকে কোলে নিতে ভয় পেতেন৷ Photo- File
দাদা আগে জানিয়েছিলেন ছোট সানা জন্মানোর পর যখন বাড়িতে আসেন তখন দাদা সেই সদ্যোজাত সন্তানকে কোলে নিতে ভয় পেতেন৷ Photo- File
advertisement
5/8
সেই সানা এখন তরুণী৷ তাঁর প্রচুর বন্ধুও রয়েছে৷ এটাও জানিয়েছেন সৌরভ৷ সৌরভের দাদাগিরিতে এসে অভিনেত্রী পায়েল দাদাকে সরাসরি প্রশ্ন করেন পাশাপাশি উত্তরও দিয়ে দেন সানা যদি এসে বয়ফ্রেন্ডের কথা বলে তাহলে তো দাদা নিশ্চয় তা সরাসরি নাকচ করে দেবেন নিশ্চয়!
সেই সানা এখন তরুণী৷ তাঁর প্রচুর বন্ধুও রয়েছে৷ এটাও জানিয়েছেন সৌরভ৷ সৌরভের দাদাগিরিতে এসে অভিনেত্রী পায়েল দাদাকে সরাসরি প্রশ্ন করেন পাশাপাশি উত্তরও দিয়ে দেন সানা যদি এসে বয়ফ্রেন্ডের কথা বলে তাহলে তো দাদা নিশ্চয় তা সরাসরি নাকচ করে দেবেন নিশ্চয়!
advertisement
6/8
এই কথার উত্তরে দাদার ভাব ছিল চমকে দেওয়ার মতো৷ সানা বয়ফ্রেন্ড আনলে কখনই তিনি নাকচ করে দেবেন না৷ অর্থাৎ দাদা একেবারেই কুল ড্যাড আরও একবার বুঝিয়ে দেন৷
এই কথার উত্তরে দাদার ভাব ছিল চমকে দেওয়ার মতো৷ সানা বয়ফ্রেন্ড আনলে কখনই তিনি নাকচ করে দেবেন না৷ অর্থাৎ দাদা একেবারেই কুল ড্যাড আরও একবার বুঝিয়ে দেন৷
advertisement
7/8
মানে মেয়েকে তো সব মা-বাবাই ভালবাসে কিন্তু তা বলে তাকে শুধু তাঁদের করে রাখতে হবে এই থিওরিতে বিশ্বাসী নন, আর আজকের দিনের সন্তানরা কেউ কথাও শোনে না৷ এটা বলেন দাদা৷
মানে মেয়েকে তো সব মা-বাবাই ভালবাসে কিন্তু তা বলে তাকে শুধু তাঁদের করে রাখতে হবে এই থিওরিতে বিশ্বাসী নন, আর আজকের দিনের সন্তানরা কেউ কথাও শোনে না৷ এটা বলেন দাদা৷
advertisement
8/8
পাশাপাশি অবশ্য দাদা এও পরিষ্কার দেন সানা যাকে বয়ফ্রেন্ড বলে পরিচয় করাবে তাহলে কিছু প্রশ্ন থাকবে , সেগুলি ক্লিয়ার হয়ে গেলেই দাদার দিক থেকে সানার বয়ফ্রেন্ড গ্রিন সিগন্যাল পেয়ে যাবে৷
পাশাপাশি অবশ্য দাদা এও পরিষ্কার দেন সানা যাকে বয়ফ্রেন্ড বলে পরিচয় করাবে তাহলে কিছু প্রশ্ন থাকবে , সেগুলি ক্লিয়ার হয়ে গেলেই দাদার দিক থেকে সানার বয়ফ্রেন্ড গ্রিন সিগন্যাল পেয়ে যাবে৷
advertisement
advertisement
advertisement