নাইট রাইডার্সের নতুন মেন্টর এবার এক বাঙালি, শাহরুখ খানের দলের বড় ঘোষণা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Jhulan Goswami kkr mentor: ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন ফাস্ট বোলার ঝুলন গোস্বামী মহিলা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের আগে ত্রিনবাগো নাইট রাইডার্সের (টিকেআর) মেন্টর হয়েছেন।
কলকাতা: ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন ফাস্ট বোলার ঝুলন গোস্বামী মহিলা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের আগে ত্রিনবাগো নাইট রাইডার্সের (টিকেআর) মেন্টর হয়েছেন।
ঝুলনের দুই দশকের কেরিয়ারে ৩৫৫টি উইকেট নিয়েছেন। ২০২২ সালে ক্রিকেটকে বিদায় জানান তিনি। TKR-এর অধিনায়ক হলেন তারকা অলরাউন্ডার ডিয়েন্দ্রা ডটিন। তাঁর নেতৃত্বে কেকেআর ২০২১ সালে প্রথম মরসুমে ট্রফি জিতেছিল। উইমেন্স ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪ সিজন ২১ অগাস্ট থেকে ২৯ অগাস্ট পর্যন্ত চলবে।
আরও পড়ুন- লর্ডসে ক্রিকেট থেকে সন্ন্যাস নিলেন অ্যান্ডারসন, আড়াই দিনে জিতল ইংল্যান্ড
ঝুলন বলেছেন, ‘এমন একটি দুর্দান্ত দলের সঙ্গে যুক্ত হতে পারাটা গর্বের বিষয়। নাইট রাইডার্স এত ভাল পারফর্ম করেছে, TKR মহিলা দলে যোগ দেওয়াটা দারুণ ব্যাপার। এর জন্য কেকেআর ম্যানেজমেন্টকে ধন্যবাদ। TKR দলে জেমিমাহ রদ্রিগেস, মেগ ল্যানিং, জেস জোনাসেন এবং শিখা পান্ডের মতো ক্রিকেটার রয়েছে। আমাদের ২২ থেকে ২৭ অগাস্ট পর্যন্ত চারটি লিগ ম্যাচ খেলতে হবে।
advertisement
advertisement
ভারতীয় মহিলা ক্রিকেট কিংবদন্তি ঝুলন গোস্বামী দুই দশক ধরে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। ২০০২ সালে তাঁর অভিষেক হয়। ২০২২ পর্যন্ত তিনি ভারতের হয়ে খেলেন।
টেস্ট ফরম্যাটে ঝুলনের নামে ৪৪ উইকেট রয়েছে। ৫০ ওভারের ফর্ম্যাটে ২৫৫টি উইকেট নিয়েছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর নামে ৫৬টি উইকেট রয়েছে।
We are super excited to have Indian legend @JhulanG10 as part of the WCPL in 2024. She will be working as a mentor with TKR. Here she is talking about this year’s WCPL! #WCPL #MassyWCPL #WCPL24 #CPL24 #CricketPlayedLouder #BiggestPartyInSport pic.twitter.com/Gw6aLxUHle
— CPL T20 (@CPL) July 12, 2024
advertisement
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তিনটি দল রয়েছে – TKR, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্বাডোজ রয়্যালস এবং গায়ানা আমাজন ওয়ারিয়র্স। এই টুর্নামেন্টে মোট সাতটি ম্যাচ খেলা হবে। সবগুলোই হবে তারোবার ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে।
আরও পড়ুন- লর্ডসে ক্রিকেট থেকে সন্ন্যাস নিলেন অ্যান্ডারসন, আড়াই দিনে জিতল ইংল্যান্ড
এটি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের তৃতীয় আসর। ২০২২ সালে অনুষ্ঠিত প্রথম মরশুমে ত্রিনবাগো নাইট রাইডার্স দল চ্যাম্পিয়ন হয়েছিল। ২০২৩ সালে অনুষ্ঠিত দ্বিতীয় সংস্করণে বার্বাডোজ রয়্যালস শিরোপা জিতেছিল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
July 13, 2024 6:18 PM IST