নরসিংয়ের পর এবার ইন্দরজিৎ ! ডোপ টেস্টে ব্যর্থ হয়ে অনিশ্চিত রিও যাত্রা

Last Updated:

কুস্তিগীর নরসিং যাদবের ডোপ টেস্টে ফেল হওয়ার বিতর্ক কাটতে না কাটতেই আরও একজন ভারতীয় অ্যাথলিটের ভবিষ্যৎ এখন অন্ধকার ৷

#নয়াদিল্লি:  রিও অলিম্পিক শুরু হওয়ার দিন যতো এগিয়ে আসছে, ততোই কলঙ্কের ছায়া গ্রাস করছে ভারতীয় দলকে ৷ কুস্তিগীর নরসিং যাদবের ডোপ টেস্টে ফেল হওয়ার বিতর্ক কাটতে না কাটতেই আরও একজন ভারতীয় অ্যাথলিটের ভবিষ্যৎ এখন অন্ধকার ৷ তিনি শটপাটার ইন্দরজিৎ সিংহ। রিও অলিম্পিক শুরু হতে আর দু’সপ্তাহও বাকি নেই। তার আগেই এই খবরে ফের ধাক্কা লাগল ভারতীয় শিবিরে।
ডোপ পরীক্ষার পর দেখা যাচ্ছে ইন্দরজিতের প্রাথমিক নমুনাতে নিষিদ্ধ অ্যান্ড্রোস্টেরন ও এটিওকোলেনোলোন মিলেছে। এই রিপোর্টের রিভিউ করতে হলে তা সাতদিনের মধ্যেই করতে হবে বলে ইন্দরজিৎকে জানিয়ে দিয়েছে জাতীয় ডোপ বিরোধী সংস্থা নাডা ৷ বি-নমুনাও পজিটিভ হলে রিও অলিম্পিক যাওয়া বন্ধ হওয়ার পাশাপাশি আগামী চার বছরের জন্য নিষেধাজ্ঞার কোপেও পড়বেন ইন্দরজিৎ ৷
advertisement
ডোপ টেস্টে ফেল করার পর স্বভাবতই মাথায় বাজ ভেঙে পড়ার মতো এখন অবস্থা শটপাটার ইন্দরজিতের ৷ কান্নায় ভেঙে পড়েছেন তিনি ৷ পাশাপাশি নরসিংয়ের মতো  চক্রান্তের শিকার হয়েছেন তিনিও বলে দাবি ইন্দরজিতের ৷ তাঁর মতে, জাতীয় সংস্থার কর্তৃপক্ষের বিরুদ্ধে মুখ খোলাতেই তাঁর বিরুদ্ধে এই চক্রান্ত করা হয়েছে। ২৮ বছরের ইন্দরজিৎই রিওতে যাওয়ার প্রথম ছাড়পত্র পেয়েছিলেন ৷ কিন্তু এখন নরসিংয়ের মতোই অলিম্পিকে যাওয়া ঘোরতর অনিশ্চিত দেশের এই শটপাটারের ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
নরসিংয়ের পর এবার ইন্দরজিৎ ! ডোপ টেস্টে ব্যর্থ হয়ে অনিশ্চিত রিও যাত্রা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement