Team India: হঠাৎই খারাপ খবর! হাসপাতালে ভর্তি টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার

Last Updated:

Team India: বাংলাদেশচকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করার পর ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়া। খুশি ফ্যানেরাও। ৬ অক্টোবর থেকে শুরু হতে চলেছে টি-২০ সিরিজ। সেই প্রস্তুতিতে ব্যস্ত তরুণ দল। এরইমধ্যে টিম ইন্ডিয়ার তারকে ক্রিকেটারের হাসপাতালে ভর্তির খবরে কিছুটা হলেও উদ্বেগ বাড়ে ফ্যান ও সতীর্থদের।

লখনউ: বাংলাদেশচকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করার পর ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়া। খুশি ফ্যানেরাও। ৬ অক্টোবর থেকে শুরু হতে চলেছে টি-২০ সিরিজ। সেই প্রস্তুতিতে ব্যস্ত তরুণ দল। এরইমধ্যে টিম ইন্ডিয়ার তারকে ক্রিকেটারের হাসপাতালে ভর্তির খবরে কিছুটা হলেও উদ্বেগ বাড়ে ফ্যান ও সতীর্থদের।
কথা হচ্ছে শার্দুল ঠাকুরের। বর্তমানে টিম ইন্ডিয়ার স্কোয়াডে না থাকলেও তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই স্বাভাবিকভাবেই সতীর্থদের মধ্যে চিন্তা বাড়ে। বর্তমানে শার্দুল ইরানি কাপে মুম্বইয়ের হয়ে খেলছেন। জ্বর নিয়েই তিনি ম্যাচ খেলছিলেন বলে জানা যায়। খারাপ শরীর নিয়ে ব্যাটও করেন শার্দুল ঠাকুর।
কিন্তু দ্বিতীয় দিনের খেলার পরই অসুস্থ হয়ে পড়েন শার্দুল। শরীর বেশ খারাপ হওয়ায় তাঁকে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময় বেশ জ্বর ছিল বলেও জানা গিয়েছে। লখনউয়ের এক স্থানীয় হাসারাতে চিকিৎসা চলে তাঁর। একদিন ভর্তি রাখার পর হাসপাতেল থেকে ছাড়া হয় শার্দুল ঠাকুরকে।
advertisement
advertisement
প্রসঙ্গত, বেশ কিছু দিন ধরে ভারতীয় দলের বাইরে রয়েছেন শার্দুল ঠাকুর। তবে বিদেশের মাটিতে টেস্ট সিরিজে শার্দুল ব্যাট-বলে নিজের গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। অস্ট্রেলিয়া সফরের দলে সুযোগ পাওয়ার জন্যই ঘরোয়া ক্রিকেটে নিজের সেরাটা উজার করে দিতে চাইছেন শার্দুল। তাঁর দ্রুত পুরোপুরি সুস্থতা কামনা করেছেন সতীর্থ ও ফ্যানেরা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Team India: হঠাৎই খারাপ খবর! হাসপাতালে ভর্তি টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement