Asia Cup 2025: মঙ্গলে হবে না ভারতের এশিয়া কাপের দল ঘোষণা? কারণটা কী? জেনে নিন বিস্তারিত

Last Updated:

Asia Cup 2025: ভারতের এশিয়া কাপের দল ঘোষণার অপেক্ষায় রয়েছে ক্রিকেট প্রেমিরা। কোন কম্বিনেশন সিল্কেট করেন অজিত আগরকর-গৌতম গম্ভীররা সেদিকেই নজর সকলের।

News18
News18
ভারতের এশিয়া কাপের দল ঘোষণার অপেক্ষায় রয়েছে ক্রিকেট প্রেমিরা। কোন কম্বিনেশন সিল্কেট করেন অজিত আগরকর-গৌতম গম্ভীররা সেদিকেই নজর সকলের। মঙ্গলবার দুপুর দেড়টায় এশিয়া কাপের জন্য় ভারতীয় স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে। কিন্তু লেটেস্ট আপডেট অনুযায়ী, পিছিয়ে যেতে পারে ভারতীয় দল ঘোষণা। এমনকী মঙ্গলবার না হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
কিন্তু কেন পিছিয়ে যেতে পারে দল ঘোষণা? তার কারণ দল নির্বাচন কোনও সমস্যা নয়, মুম্বইয়র প্রবল বৃষ্টির কারণেই পিছিয়ে যেতে পারে দল নির্বাচন। বিগত কয়েক দিনের প্রবল বৃষ্টিতে ভাসছে বাণিজ্য নগরী। একাধিক রাস্তা জলের তলায়, ব্য়হত ট্রেন পরিষবা, এমনকী মঙ্গলবার ২৫০টি বিমান পরিষেবা ব্যাহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। প্রাকৃতিক কারমে পিছিয়ে যেতে পারে ভারতীয় দল ঘোষণা।
advertisement
বৃষ্টির কারণে মুম্বইয়ে লাল সতর্কতা জারি রয়েছে। সমস্ত সরকারি ও আধা সরকারি অফিস বন্ধ রাখা হয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বোর্ডের এক কর্তা সকালেই হোয়াটসঅ্যাপ বার্তায় জানিয়েছেন, ‘আবহাওয়ার কারণে প্রথম সাংবাদিক সম্মেলনটি পিছিয়ে যেতে পারে’। শুধু এশিয়া কাপের জন্য ভারতীয় পুরুষ দল নয়, দুপুর সাড়ে তিনটে থেকে মহিলাদের বিশ্বকাপ দল ঘোষণাও রয়েছে।
advertisement
advertisement
প্রসঙ্গত, ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। ইতিমধ্যেই পাকিস্তান দল ঘোষণা করে দিয়েছে। ১৪ তারিখ গ্রুপ পর্বের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বি দেশের মুখোমুখি হতে চলেছে টিম ইন্ডিয়া। পাকিস্তান দলে বাবর আজম ও মহম্মদ রিজওয়ানরে বাদ দিয়ে চমক দিয়েছে পিসিবি। ভারতীয় দলে কোন চমক থাকে সেটাই দেখার।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Asia Cup 2025: মঙ্গলে হবে না ভারতের এশিয়া কাপের দল ঘোষণা? কারণটা কী? জেনে নিন বিস্তারিত
Next Article
advertisement
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত জয়পুরের এক মাস্টারপিস
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল জয়পুরের এক মাস্টারপিস
  • ১ কোটি টাকার মহারানি গাউন !

  • ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত

  • জয়পুরের এক মাস্টারপিস

VIEW MORE
advertisement
advertisement