India Squad For Asia Cup 2025: এবার সব প্রতীক্ষার অবসান! ভারতের এশিয়া কাপের দলে কারা? বড় চমক!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India Squad For Asia Cup 2025: ২০২৫ সালের এশিয়া কাপ টি২০ ফরম্যাটে অনুষ্ঠিত হবে এবং এই প্রতিযোগিতায় অংশ নেবে মোট আটটি দল। টুর্নামেন্টের সব ম্যাচই অনুষ্ঠিত হবে দুবাই ও আবু ধাবিতে, ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।
২০২৫ সালের এশিয়া কাপ টি২০ ফরম্যাটে অনুষ্ঠিত হবে এবং এই প্রতিযোগিতায় অংশ নেবে মোট আটটি দল। টুর্নামেন্টের সব ম্যাচই অনুষ্ঠিত হবে দুবাই ও আবু ধাবিতে, ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। ভারতীয় ক্রিকেট বোর্ড ১৯ আগস্ট, মঙ্গলবার ভারতের স্কোয়াড ঘোষণা করবে। তবে টিম দল নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত মিলেছে বিভিন্ন সূত্রে।
সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল ও অর্শদীপ সিং টি২০ দলে নিশ্চিত সদস্য। জাসপ্রীত বুমরাহ চোটমুক্ত হয়ে ফিরে আসায় তিনিও স্কোয়াডে থাকবেন বলেই ধরে নেওয়া হচ্ছে। দুবাই ও আবু ধাবির পিচ স্পিনারদের পক্ষে সহায়ক হওয়ায় কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্ত্তীর দলে জায়গা পাওয়া প্রায় নিশ্চিত। তবে রবি বিষ্ণোই ও ওয়াশিংটন সুন্দরকেও বিবেচনায় রাখা হচ্ছে। অলরাউন্ডার ক্রুণাল পান্ডিয়া আইপিএলে ভালো খেলে চমক হয়ে উঠেছেন।
advertisement
পেস বোলিং বিভাগে তৃতীয় জায়গার জন্য লড়াই চলছে মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা ও হর্ষিত রানার মধ্যে। প্রসিদ্ধ আইপিএলে পার্পল ক্যাপ জয় করেছেন, অন্যদিকে হর্ষিত শেষ আন্তর্জাতিক সিরিজে খেলেছেন। অভিজ্ঞতার দিক দিয়ে সিরাজ এগিয়ে থাকলেও নির্বাচকদের জন্য সিদ্ধান্ত নেওয়া সহজ হবে না। উইকেটকিপার পজিশনে ঋষভ পন্থ ও ঈশান কিষাণের অনুপস্থিতিতে সঞ্জু স্যামসন প্রধান বিকল্প। তার ডেপুটি হিসেবে জিতেশ শর্মার নাম উঠে আসছে।
advertisement
advertisement
ব্যাটিং অর্ডারে জায়গা পাওয়ার জন্য প্রতিযোগিতা রয়েছে যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, অভিষেক শর্মা, তিলক বর্মা ও শ্রেয়াস আইয়ারের মধ্যে। অভিষেক বর্তমানে বিশ্বের এক নম্বর টি২০ ব্যাটসম্যান এবং যশস্বী আইপিএলে দুর্দান্ত পারফর্ম করেছেন। তিলক দক্ষিণ আফ্রিকার মাটিতে টানা দুটি সেঞ্চুরি করে নিজের দক্ষতা প্রমাণ করেছেন, যা তাকে শ্রেয়াসের থেকে এগিয়ে রাখছে।
advertisement
ফিনিশার হিসেবে রিঙ্কু সিং ও শিবম দুবে দুটি প্রধান নাম হলেও তাদের আইপিএল পারফরম্যান্স মাঝারি মানের ছিল। তা সত্ত্বেও অন্তত একজনকে দলে নেওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচকদের জন্য ব্যালান্স বজায় রেখে অভিজ্ঞতা ও ফর্মের সমন্বয়ে স্কোয়াড চূড়ান্ত করা একটি চ্যালেঞ্জিং কাজ হবে। শেষ পর্যন্ত দলে কে সুযোগ পায় সেটাই দেখার।
আরও পড়ুনঃ Asia Cup 2025: বাইক দুর্ঘটনার কবলে ভারতের তারকা ব্যাটার! এশিয়া কাপের দল ঘোষণার আগে খারাপ খবর!
advertisement
এক ঝলকে দেখে নিন এশিয়া কাপ ২০২৫-এর জন্য ভারতের সম্ভাব্য স্কোয়াড : সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, সঞ্জু স্যামসন, জিতেশ শর্মা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 19, 2025 9:52 AM IST