সেমিফাইনালের আগেই ভারতীয় দলে খারাপ খবর! মায়ের মৃত্যুতে দেশে ফিরলেন টিম ইন্ডিয়ার সদস্য
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC Champions Trophy 2025 Semi Final India vs Australia: ফাইনালে ওঠার যুদ্ধে নামার আগেই ভারতীয় দলে খারাপ খবর। দুঃখের পাহাড় ভেঙে পড়ল ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্যের উপর।
দুবাই: গ্রুপ লিগে জয়ের হ্যাটট্রিক করে সেমিফাইনালে পৌছেছে ভারতীয় দল। মঙ্গলবার মেগা সেমিতে আইসিসি ইভেন্টে ভারতের চিরশত্রু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। কিন্তু ফাইনালে ওঠার যুদ্ধে নামার আগেই ভারতীয় দলে খারাপ খবর। দুঃখের পাহাড় ভেঙে পড়ল ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্যের উপর।
সেমিফাইনালের আগে তাঁর দলের সঙ্গে থাকাটা খুব জরুরি ছিল। কিন্তু মাতৃবিয়োগের খবর সব শেষ করে দিল। দেশে ফিরে যেতে বাধ্য হলেন ভারতীয় দলের ম্যানেজার আর দেবরাজ। মাতৃবিয়োগের খবর মিলতেই তড়িঘড়ি দল ছাড়েন তিনি। দেবরাজের মা কমলেশ্বরী রামচন্দ্রের শেষকৃত্য সোমবার হবে বলে জানা গিয়েছে।
কঠিন সময়ে হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সকলে ভারতীয় দলের ম্যানেজার আর দেবরাজের পাশে রয়েছেন বলে জানিয়েছেন, হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি জগনমোহন রাও। সোমবার মায়ের শেষকৃত্যের কাজ করবেন দেবরাজ। তাকপর ফের দুবাইতে ফিরে দলের সঙ্গে যোগ দেবেন কিনা সেবিষয়ে এখনও কিছু জানা যায়নি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ IND vs AUS: সেমিফাইনালে না খেলেও চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে যেতে পারে ভারত! জেনে নিন কীভাবে
প্রসঙ্গত, দুবাইতে মাতৃবিয়োগের খবর পেতেই ভেঙে পড়েছিলেন আর দেবরাজ। দলের অন্যান্য সদস্যরা তাঁর পাশে দাঁড়ান। বোর্ডের অনুমতিতে তড়িঘড়ি দেশে ফেরেন তিনি। দলের ম্যানেজারের মাতৃবিয়োগের খবরে সমবেদনা জানিয়েছেন ভারতীয় ক্রিকেটাররাও।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 03, 2025 12:25 PM IST