IND vs ENG: পরিবারে বড় বিপদ! তড়িঘড়ি ইংল্যান্ড থেকে দেশে ফিরছেন গৌতম গম্ভীর

Last Updated:

Gautam Gambhir Returns To India From England Due To Medical Emergency: ভারত-ইংল্যান্ডের টেস্ট সিরিজ শুরুর সাত আগে ভারতীয় দলে বড় ধাক্কা। পারিবারিক এমারজেন্সির কারণে তড়িঘড়ি দেশে ফিরছেন ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ গৌতম গম্ভীর।

News18
News18
ভারত-ইংল্যান্ডের টেস্ট সিরিজ শুরুর সাত আগে ভারতীয় দলে বড় ধাক্কা। পারিবারিক এমারজেন্সির কারণে তড়িঘড়ি দেশে ফিরছেন ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ গৌতম গম্ভীর। জানা গিয়েছে গৌতম গম্ভীরের মা হৃদরোগে আক্রান্ত হয়েছেন এবং বর্তমানে আইসিইউতে ভর্তি রয়েছে বলে খবর। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
আগামী ২০ জুন থেকে শুরু হওয়ার কথা ভারত বনাম ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। তার আগে নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলবে ভারতীয় প্লেয়াররা। দলের অনুশীলনেও জোর দিয়েছিলেন গৌতম গম্ভীর। কিন্তু আকস্মিক এই ঘটনা প্রস্তুতিতে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। মায়ের অসুস্থতার খবর পেয়ে পরিবারের পাশে দাঁড়াতে দ্রুত দেশে ফিরছেন গৌতম গম্ভীর।
advertisement
জানা গিয়েছে, গম্ভীর শুক্রবার সকালে লন্ডন ছেড়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেন, মায়ের পাশে থাকতে। যদি সবকিছু ‘নিয়ন্ত্রণে’ থাকে, তাহলে গম্ভীর প্রথম টেস্টের আগে দলের সঙ্গে পুনরায় যোগ দেবেন। গম্ভীরের অনুপস্থিতিতে, সহকারী কোচ রায়ান টেন ডেসকাটে, ব্যাটিং কোচ সিতাংশু কোটাক এবং বোলিং কোচ মর্নে মর্কেল দলের দায়িত্ব সামলাবেন।
advertisement
advertisement
ইংল্যান্ড সফর গম্ভীরের কোচিং স্টাফ হিসেবে প্রথম বিদেশ সফর। এদিকে, সিনিয়র দলের আটজন ক্রিকেটারকে নিয়ে গঠিত ইন্ডিয়া ‘এ’ ইতিমধ্যেই ইংল্যান্ড লায়ন্স-এর বিরুদ্ধে দুটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলেছে। যেগুলি ড্র হয়েছে। ইন্ডিয়া ‘এ’ বনাম সিনিয়র দলের ইনট্রা-স্কোয়াড ম্যাচই একমাত্র অবশিষ্ট প্রস্তুতি ম্যাচ সিরিজ শুরুর আগে। যা গম্ভীর এবং নতুন অধিনায়ক শুভমান গিল-কে সিরিজ শুরুর আগে দলের অবস্থা মূল্যায়নের শেষ সুযোগ।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: পরিবারে বড় বিপদ! তড়িঘড়ি ইংল্যান্ড থেকে দেশে ফিরছেন গৌতম গম্ভীর
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement