Vaibhav Suryavanshi: এশিয়া কাপের দলে বৈভব সূর্যবংশী! দল ঘোষণার আগে বড় দাবি, জেনে নিন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Vaibhav Suryavanshi: ভারতের প্রাক্তন ক্রিকেটার ও বিসিসিআইয়ের প্রাক্তন নির্বাচক প্রধান কৃষ্ণমাচারী শ্রীকান্ত বিস্ময়কর মন্তব্য করেছেন। যেখানে তিনি ১৪ বছর বয়সী তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে আসন্ন এশিয়া কাপের দলে রাখার সুপারিশ করেছেন।
ভারতের প্রাক্তন ক্রিকেটার ও বিসিসিআইয়ের প্রাক্তন নির্বাচক প্রধান কৃষ্ণমাচারী শ্রীকান্ত বিস্ময়কর মন্তব্য করেছেন। যেখানে তিনি ১৪ বছর বয়সী তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে আসন্ন এশিয়া কাপের দলে রাখার সুপারিশ করেছেন। তার মতে, বয়স নয়, পারফরম্যান্সই আসল মাপকাঠি হওয়া উচিত। শ্রীকান্ত বলেন, “বৈভব পরিপক্ব কি না, সেই বিতর্কে না গিয়ে ওর পারফরম্যান্সকেই গুরুত্ব দেওয়া উচিত।”
বৈভব সূর্যবংশী ২০২৫ সালের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে দুর্দান্ত অভিষেক করেন। মাত্র ৮টি ম্যাচে তিনি করেছেন ২৬৫ রান, গড় ৩৩.১২ এবং স্ট্রাইক রেট ২০৭ — যা তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে। ৩৫ বলে ভারতীয়দের মধ্যে সবথেকে দ্রুত সেঞ্চুরিও করেন তিনি। এত অল্প বয়সে এমন ঝড়ো পারফরম্যান্স নজর কাড়ে দেশের শীর্ষ ক্রিকেট বিশ্লেষকদের।
advertisement
শ্রীকান্ত আরও বলেন, “আপনাকে সাহসী সিদ্ধান্ত নিতে হবে। বৈভবকে দলে রাখা উচিত এখনই। পরে নয়। ওর শট নির্বাচন ও ম্যাচ রিডিং অসাধারণ। আমি হলে ১৫ জনের দলে ওকে রাখতাম।” তিনি অভিষেক শর্মাকে ওপেনার হিসেবে প্রথম পছন্দ বলে উল্লেখ করেন এবং বাকিদের মধ্যে বৈভব, সাই সুদর্শন ও যশস্বী জয়সওয়ালের নাম প্রস্তাব করেন।
advertisement
advertisement
অন্যদিকে, শ্রীকান্ত সঞ্জু স্যামসনকে ঘিরে সংশয় প্রকাশ করেছেন। যদিও স্যামসন গত বছর তিনটি টি২০ সেঞ্চুরি করেছিলেন। তবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে বাউন্সারে তার দুর্বলতা নিয়ে প্রশ্ন ওঠে। আগামী ১৯ আগস্ট মুম্বইয়ে এশিয়া কাপের দল নির্বাচনের বৈঠক। শোনা যাচ্ছে, বৈভব সূর্যবংশীকে নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে এ এক সাহসী এবং নতুন অধ্যায়ের সম্ভাবনা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 18, 2025 6:15 PM IST