Indian Railways: মিনিট-ঘন্টা নয়! ভারতের এই ট্রেন সাড়ে তিন বছর লেটে গিয়েছিল গন্তব্যে! এই কাহিনি অনেকের অজানা

Last Updated:

Indian Railways This Train Of Indian Rail Reaches Destination 3 Years Late: ভারতীয় রেলের এমন অনেক ঘটনা রয়েছে যা জানলে অবাক হবেন। তেমন একটি হল কোনও ট্রেনের সাড়ে তিন বছর লেট গন্তব্যে পৌছনো।

Symbolic image
Symbolic image
দেশের গণ পরিবগের সবথেকে বড় মাধ্যম হল ভারতীয় রেল। নিত্য দিন কোটি কোটি মানুষের যাতায়াতের একমাত্র ভরসা ট্রেন। তবে ভারতীয় রেলের এমন অনেক ঘটনা রয়েছে যা জানলে অবাক হবেন। তেমন একটি হল কোনও ট্রেনের সাড়ে তিন বছর লেট গন্তব্যে পৌছনো। অবাক লাগলেও এটাই সত্যি। ভারতীয় রেলের ইতিহাসে ঘটেছে এমনও ঘটনা। নির্দিষ্ট স্টেশন থেকে বেরিয়ে ৪২ ঘণ্টার পথ পারি দিতে সময় লেগেছিল প্রায় সাড়ে তিন বছর। চলুন জানা যাক সেই ঘটনা।
২০১৪ সালে ১৪ লক্ষ টাকার সার নিয়ে এই মালবাহী ট্রেনটি বিশাখাপত্তনম থেকে যাত্রা করে। গন্তব্য ছিল উত্তরপ্রদেশের বাস্তি। মোট যাত্রাপথ ছিল ৪২ ঘণ্টার। কিন্তু অজানা কোনও কারণে ট্রেনটি বাস্তি পৌছায়নি। বাস্তি না পৌঁছনোয় যিনি ট্রেনে সার পাঠিয়েছিলেন সেই ব্যবসায়ী রামচন্দ্র গুপ্তা বিষয়টি রেল কর্তৃপক্ষকে জানান। কিন্তু ট্রেনের দেখা মেলেনা। ভারতীয় রেল দফতরের কাছে অভিযোগ পত্রও জমা দেন তিনি। কিন্তু কোনও জবাব মেলেনি।
advertisement
এভাবে বছর কাটতে থাকে। ১ বছর, ২ বছর করে কেটে আসে ২০১৮ সাল। ২০১৮ সালের জুলাই মাসে দেখা যায় সার নিয়ে মালগাড়িটি বাস্তি স্টেশনে হাজির হয়েছে। বিশাখাপত্তনম থেকে ২০১৪ সালের নভেম্বর মাসে যাত্রা করে মালবাহী ট্রেনটি উত্তরপ্রদেশের বাস্তি পৌঁছয় ২০১৮ সালের জুলাইতে।
advertisement
advertisement
এটাই ভারতীয় রেলের ইতিহাসে সবচেয়ে বেশি লেট হিসাবে চিহ্নিত। তবে কেন সাড়ে ৩ বছর লেট, কোথায় এতদিন আটকে ছিল ট্রেনটি, কেনই বা ছিল, তার কোনও সদুত্তর রেল কর্তৃপক্ষ দেয়নি। ট্রেন পৌছলেও সমস্ত সার নষ্ট হয়ে গিয়েছিল।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Indian Railways: মিনিট-ঘন্টা নয়! ভারতের এই ট্রেন সাড়ে তিন বছর লেটে গিয়েছিল গন্তব্যে! এই কাহিনি অনেকের অজানা
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement