Mukesh Kumar Love Story: দাদার শ্যালিকার সঙ্গে গাঁটছড়া ক্রিকেটার মুকেশ কুমারের, রিসেপশনে মিডিয়াকে শোনালেন প্রেমের গল্প

Last Updated:

Mukesh Kumar Love Story: রিসেপশনে মিডিয়াকে শোনান নিজের প্রেমের গল্প। মুকেশ জানান, প্রথম দেখাতেই দিব্যার প্রেমে পড়ে যান তিনি। আজ তাঁকেই বিয়ে করেছেন।

প্রেমের গল্প শোনালেন মুকেশ কুমার
প্রেমের গল্প শোনালেন মুকেশ কুমার
বুমরাহর পর মুকেশ কুমার কি হয়ে উঠতে পারবেন ভারতীয় টিমের ‘ইয়র্কর ম্যান’? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজের শেষ ম্যাচে তিন উইকেট নিয়েছেন মুকেশ। দলের জয়ে তাঁর অবদানও কম নয়। কিন্তু এসবের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তাঁর বিয়ে নিয়ে। কেন?
বিহারের ছাপড়ার বাসিন্দা দিব্যা সিংকে বিয়ে করেছেন মুকেশ। সোমবার ছিল রিসেপশন। সদরব্লকের কাকরকুণ্ড গ্রামে বসে রিসেপশনের আসর। ছিল এলাহি আয়োজন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজ জিতে উঠেই বিয়ের রিসেপশন! এই নিয়েই চর্চা। গ্রামে ঢুকতেই বীরের মর্যাদা পান মুকেশ। ফুল, মালায় তাঁকে বরণ করে নেন গ্রামবাসীরা।
রিসেপশনে মিডিয়াকে শোনান নিজের প্রেমের গল্প। মুকেশ জানান, প্রথম দেখাতেই দিব্যার প্রেমে পড়ে যান তিনি। আজ তাঁকেই বিয়ে করেছেন। প্রেম পরিণতি পেয়েছে। মুকেশ খুশি। ২২ গজের পর এবার সংসারের ক্রিজে শুরু হচ্ছে নতুন ইনিংস।
advertisement
advertisement
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজ জিতে উঠেই দক্ষিণ আফ্রিকা যাচ্ছে ভারত। তিনটি টি২০ এবং ওয়ান ডে ও দুটি টেস্ট খেলবেন রোহিতরা। তিন ফরম্যাটেই দলে জায়গা পেয়েছেন মুকেশ। আগামীকাল বুধবার টিম ইন্ডিয়ার সমস্ত খেলোয়াড় বেঙ্গালুরু পৌঁছবেন। সেখান থেকে রওনা দেবেন দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে। মুকেশ বলেন, ‘প্রোটিয়াদের বিরুদ্ধে নামার আগে কোচের সঙ্গে বসব। তাঁর কাছ থেকে সমস্ত বিষয় জানব। এরপর পিচ এবং উইকেট দেখব আমরা’।
advertisement
গোপালগঞ্জে আধুনিক সুযোগ সুবিধা সহ একটি খেলার মাঠের অনুমোদন দিয়েছে প্রশাসন। সেই জন্য ডিএম নব্য কিশোর এবং এসপি স্বর্ণ প্রভাতের ভূয়সী প্রশংসা করেন মুকেশ। এদিন তাঁরাও রিসেপশনে উপস্থিত ছিলেন। আর ছিলেন জেলার একাধিক ক্রিকেট প্রশাসক।
২৮ নভেম্বর দিব্যা সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মুকেশ। দিব্যা ছাপড়ার বানিয়াপুরের বেরুই গ্রামের সুরেশ সিংয়ের মেয়ে। তবে তাঁর আরও একটি পরিচয় আছে। তিনি মুকেশের দাদার শ্যালিকা। গত বছর দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলেন মুকেশ। ভাল পারফরম্যান্সে নজর কাড়েন নির্বাচকদের। তারপরই পান ভারতীয় দলের জার্সি।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Mukesh Kumar Love Story: দাদার শ্যালিকার সঙ্গে গাঁটছড়া ক্রিকেটার মুকেশ কুমারের, রিসেপশনে মিডিয়াকে শোনালেন প্রেমের গল্প
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement