কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর আরও এক ক্রীড়া ব্যক্তিত্বকে নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক। প্রায় দু'বছর পর কলকাতায় এসে নিজের বায়োপিক নিয়ে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন দাবার পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ (Viswanathan Anand in Kolkata )।
কলকাতায় আজ, বুধবার থেকে আগামী রবিবার পর্যন্ত একটি আন্তর্জাতিক মানের দাবা প্রতিযোগিতা আয়োজন হতে চলেছে (2021 Tata Steel Chess India Rapid & Blitz starts off on November 17)। বছর দুয়েক আগে এই টুর্নামেন্টে বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে খেলেছিলেন আনন্দ। তবে এবার খেলোয়াড় নন, প্রতিযোগিতার মেন্টার হিসেবে নিযুক্ত থাকবেন আনন্দ।
দেশ-বিদেশের বেশ কয়েকজন গ্র্যান্ডমাস্টার প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। মঙ্গলবার শহরের এক পাঁচতারা হোটেলে টুর্নামেন্টের ড্র আয়োজিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বিশ্বনাথন আনন্দ। অনুষ্ঠান শেষে নিউজ18 বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের বায়োপিক নিয়ে প্রথমবার মুখ খুললেন আনন্দ। বিশ্বনাথন আনন্দ বলেন, ‘‘বায়োপিকের বিষয়ে আমি সম্মতি জানিয়েছি। ইতিমধ্যেই এই সংক্রান্ত বিষয়ে প্রযোজক সংস্থার সঙ্গে কয়েকবার আলোচনা হয়েছে। আমি আমার জীবনের গল্পগুলো বলেছি। স্ক্রিপ্ট লেখা শুরু হবে। তবে করোনার কারণে কাজ কিছুটা থমকে রয়েছে। আশা করি খুব তাড়াতাড়ি এই বিষয়ে কাজ শুরু হবে। বায়োপিক হচ্ছে এটা বলতে পারি। তবে কবে থেকে কী ভাবে শুটিং শুরু হবে তা আমি জানি না। একটু অপেক্ষা করুন কয়েকদিনের মধ্যেই আরও বিস্তারিত জানতে পারবেন।’’
এই উত্তরের পরই আনন্দের কাছে জানতে চাওয়া হয়, ডিরেক্টর হিসেবে কে আপনার বায়োপিক বানাচ্ছেন? আনন্দ জানান, ‘‘আমার বায়োপিক হচ্ছে এটা বলতে পারি। কাজ চলছে। এর বেশি কিছু বলব না।’’ যদিও ইতিমধ্যেই খবর, আনন্দ এল রাই ভিসির বায়োপিকের পরিচালক হিসেবে কাজ করছেন। আনন্দের কাছে জানতে চাওয়া হয় সিনেমাতে নিজের নাম ভূমিকায় কোন অভিনেতাকে দেখতে চান? প্রশ্ন শুনে আনন্দের অকপট উত্তর, ‘‘আমার ভূমিকায় সিনেমায় কে অভিনয় করবেন, আমি বলতে পারব না। তবে আমি নিজের পছন্দ বলতে পারি। হয়তো আমির খান সিনেমার পর্দায় বিশ্বনাথন আনন্দ হলে ভালো লাগবে। আমার মনে হয় আমার সঙ্গে আমির খানের অনেকটাই মিল রয়েছে।’’
আরও পড়ুন- ৫৮০ বছরে ঘটে একবার; ১৯ নভেম্বর দীর্ঘতম চন্দ্রগ্রহণের সময় কী সতর্কতা মেনে চলবেন?
এরপরই আনন্দের কাছে জানতে চাওয়া হয় লিয়েন্ডার পেজের মতো তিনিও রাজনীতিতে আসতে চান কি না ? প্রশ্ন শেষ করার আগেই আনন্দের জবাব, ‘‘না না আমার রাজনীতিতে আসার কোনও প্রশ্নই নেই। আমি দাবা নিয়ে থাকতে চাই।’’ ৫১ বছরের বিশ্বনাথন আনন্দের কাছে জানতে চাওয়া হয় অবসর নিয়ে তিনি কি ভাবছেন? আনন্দ জানান, ‘‘এখনই অবসরের প্রশ্ন নেই। দাবা আমি দারুণভাবে উপভোগ করছি। অতিমারিতে অনলাইনে একাধিক টুর্নামেন্টে অংশগ্রহণ করেছি। আগামী দিনেও প্রচুর খেলা রয়েছে। ২৪ নভেম্বর থেকে শুরু হতে চলা বিশ্ব চ্যাম্পিয়নশিপে ধারাভাষ্যকার হিসেবেও থাকছি। ’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viswanathan Anand