হোম /খবর /খেলা /
ভারত-পাক ম্যাচ নিয়ে ৫ বছর আগের Dhoni-র ভবিষ্যদ্বাণী ফলে গেল অক্ষরে অক্ষরে

Viral Video|IndVsPak|T20 World Cup 2021: ভারত-পাক ম্যাচ নিয়ে ৫ বছর আগের Dhoni-র ভবিষ্যদ্বাণী ফলে গেল অক্ষরে অক্ষরে

ভারতীয় ক্রিকেট দলের মেন্টর মহেন্দ্র সিং ধোনি ৷ ফাইল ছবি ৷

ভারতীয় ক্রিকেট দলের মেন্টর মহেন্দ্র সিং ধোনি ৷ ফাইল ছবি ৷

Viral Video|IndVsPak|T20World Cup 2021: ধোনির সেই দিনের কথা আজকের দিনে একদমই বাস্তব, একদমই সঙ্গত

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: টি২০ বিশ্বকাপে পাকিস্তানের কাছে প্রথম হারের পরে মর্মাহত হয়েছেন কোটি কোটি ভারতীয় সমর্থকেরা (India VS Pakistan, T20 World Cup 2021) ৷ তবে যেই ঢঙে পাকিস্তান ম্যাচ ভারতের থেকে ছিনিয়ে নিয়েছে তাতে ভারতীয় ক্রিকেট ভক্তরা এক্কেবারে ভেঙে পড়েছেন (Very very painful moment to Indian supporter) ৷ বিশ্বকাপের আসরে প্রথমবার ভারতকে হারিয়ে জয় স্বাদ পেয়েছে পাকিস্তান তাও আবার ছোটখাট জয় নয় এক্কেবারে ভারতকে তারা ১০ উইকেটে পরাজিত করেছে (Pakistan registered their first ever win in World Cup Against India, It's the big moments for them) ৷

এই জয়ে যে পাকিস্তান কতখানি উজ্জ্বীবিত হয়েছে তা গতকালের ম্যাচের সময় পরে প্রতিটি পাক খেলোয়াড়ের শরীরী ভাষাতেই বুঝতে পারা গিয়েছে (The 10 wicket win over India the body language of Pakistan Cricketers tells that they have changed 29 years intact record) ৷ এই সময়েই বারেবারে মনে পড়ছে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও বর্তমান মেন্টর মহেন্দ্র সিং ধোনি বছর পাঁচেক আগে একটি ভবিষ্যদ্বাণী করেছিলেন সেটি হলে হল, ধোনি জানিয়েছিলেন আজ হোক পাঁচ, দশ, বা পঞ্চাশ বছর কোনও একদিন বিশ্বকাপে ভারত পাকিস্তানের কাছে হারবেই ৷ কেননা কোনও দলের পক্ষেই সদা বিজয়ী বা অপরাজেয় হয়ে থাকা অসম্ভব ৷

আরও পড়ুন:  India Vs Pakistan In T20: ইমরান খান আনন্দে আত্মহারা! প্রচুর খাবার নিয়ে বসে দেখলেন পাকিস্তানের 'প্রথম জয়'

তিনি জানতেন এক না একদিন বিশ্বকাপে পাকিস্তানের কাছে না হারার রেকর্ড ভাঙবে ভারতের ৷ ধোনির (Mahendra Singh Dhoni) সেই ভিডিওই ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে (The old video of Mahendra Singh Dhoni goes viral) ৷ ২০১৬ সালের টি ২০ বিশ্বকাপের সময়ে একটি সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়ে সেদিনের ক্যাপ্টেন কুল জানিয়েছিলেন বিশ্বকাপে ভারত পাকিস্তানের থেকে ১১-০ তে এগিয়ে তবে ৷ একদিন হারতেও হবে কেউ কখনও সারা জীবন জিততে পারেনা ৷

আরও পড়ুন:  Virat credits Pakistan : ভারতকে দাঁড়াতে দেয়নি পাকিস্তান, স্বীকার করলেন বিরাট

মহেন্দ্র সিং ধোনির  (MS Dhoni)অধিনায়কত্বে ভারতীয় দল বিশ্বকাপে কখনও পাকিস্তানের কাছে হারেনি ৷ ২০১৬-এর বিশ্বকাপে কলকাতায় ভারত পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছিল (In 2016 T20 World Cup at Kolkata India beat Pakistan by 6 wickets) ৷ কিন্তু রবিবার ২৯ বছরের পুরনো রেকর্ড ভাঙল পাকিস্তান ৷ তারপরে পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গে ধোনিকে কথা বলতে দেখা যায় ৷

আরও পড়ুন: Shaheen Afridi: ‘ভারতকে বিশ্বকাপে হারানোর মতো গর্বের কিছু হয় না...’, বললেন ম্যাচের সেরা শাহিন আফ্রিদি

পাকিস্তানের ক্রিকেটাররাও ধোনিকে অত্যন্ত পছ্ন্দ করেন ৷ দলের সার্বিক ব্যর্থতাই ভারত হারল পাকিস্তানের কাছে ৷ সাংবাদিক সম্মেলনে অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন ভারতীয় দল কোনও ভাবেই সাজানো রণনীতি অনুযায়ী খেলতে পারেনি (Virat Kohli says each and every department we have defeated) ৷ প্রতিযোগিতার এটাই শুরু, প্রতিযোগিতার শেষ নয় দল যে আরও ভাল খেলবে সেই বিষয়ে আশাবাদী বিরাট কোহলি (Indian Captain Virat Kohli) ৷

Published by:Arjun Neogi
First published:

Tags: ICC T20 World Cup, T20 World Cup