IND vs PAK, T20 Tickets: ভারত বনাম পাকিস্তানের টি ২০ বিশ্বকাপের টিকিট শেষ কয়েক মুহুর্তের মধ্যে !
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
India vs Pakistan T20 World Cup group match at the MCG sold out. টিকিট বিক্রি শুরু হওয়ার ঘন্টাখানেকেই শেষ ভারত বনাম পাকিস্তানের টিকিট
#মেলবোর্ন: ভারত বনাম পাকিস্তান বলে কথা। পৃথিবীর যে প্রান্তেই এই খেলা হোক, দর্শকদের উচ্ছ্বাসের কমতি থাকে না। চিরকালীন প্রতিদ্বন্ধিতার এই মহা ম্যাচ ক্রিকেট বাণিজ্যের দিক থেকে সোনার হাস। আগেও ছিল, এখনো আছে, আগামীদিনেও থাকবে। এই লড়াই অমর। তার প্রমাণ পাওয়া গেল আরো একবার। মাত্র পাঁচ ঘণ্টা। তার মধ্যে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে হতে চলা ভারত বনাম পাকিস্তান ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেল।
আগামী ২৩ অক্টোবর মেলবোর্নে এই রুদ্ধশ্বাস ম্যাচ হতে চলেছে। প্রসঙ্গত, এমসিজি-তে প্রায় এক লক্ষ সমর্থক খেলা দেখতে পারেন। বিশ্বের অন্যতম বড় ক্রিকেট স্টেডিয়াম এটি। বাণিজ্যিক কারণ এবং জনপ্রিয়তার জন্যে এই মাঠেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ম্যাচ রেখেছে আইসিসি। তাদের সিদ্ধান্ত যে ঠিক, সেটা প্রমাণিত টিকিট কেনার হুড়োহুড়িতে।
advertisement
advertisement
সোমবার সকাল সাড়ে ছ’টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। এগারোটার কিছুক্ষণ পরেই সব শেষ। ৬০ হাজার টিকিট ছাড়া হয়েছিল সাধারণ মানুষের জন্য। সব বিক্রি হয়ে গিয়েছে। তবে ইচ্ছুকরা ‘উইশলিস্ট’-এ নিজেদের নাম নথিভুক্ত করে রাখতে পারেন, যাতে কেউ টিকিট বাতিল করলে তাঁরা পেতে পারেন। গত বছর দুবাইয়ে প্রথম ম্যাচেই পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত।
advertisement
India vs Pakistan T20 World Cup 2022 tickets sold out within minutes #INDvPAK pic.twitter.com/1EM8x2oU7J
— 🅒🅡🅘︎🅒︎🄲🅁🄰🅉🅈𝗠𝗥𝗜𝗚𝗨™ 🇮🇳❤️ (@MSDianMrigu) February 7, 2022
সেবার বিরাট কোহলিদের চূর্ণ করে দশ উইকেটে জেতেন বাবর আজমরা। আইসিসি প্রতিযোগিতায় সেটাই ভারতের বিরুদ্ধে তাদের প্রথম জয়। এ বার ভারতের প্রতিশোধের পালা। বিশ্বকাপের মঞ্চে একদিনের এবং টি টোয়েন্টি মিলিয়ে ভারতের পক্ষে স্কোর লাইন ১২-১।
advertisement
শাহিন আফ্রিদি, বাবর, রিজওয়ানদের অস্ট্রেলিয়ার মাটিতে জবাব দেওয়ার জন্য মুখিয়ে থাকবে ভারত। টিকিটের বিক্রি হয়ে যাওয়া দেখে বোঝা যাচ্ছে আবার এই ম্যাচ নিয়ে কতটা উত্তেজনা তৈরি হতে চলেছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 07, 2022 10:28 PM IST