টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের ভারতে আশা নিয়ে ঘোর অনিশ্চয়তা ! টুর্নামেন্টের ভেন্যু বদল কি এখন সম্ভব? আইসিসি-র নিয়ম কী বলছে
- Reported by: EERON ROY BARMAN
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে না দেওয়ার প্রতিবাদে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে আসবে না, জানিয়ে দিল বাংলাদেশ। সে দেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এই নির্দেশ দেওয়া হয়েছে। তাদের দেশে আইপিএল সম্প্রচার বন্ধ করার কথাও ভাবছে বাংলাদেশ।
ঈরণ রায় বর্মন, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভারতে আশা নিয়ে এখন ঘোর অনিশ্চয়তা ! মুস্তাফিজুর ইস্যুতে এবার পাল্টা ‘স্টান্স’ নিচ্ছে বাংলাদেশ ৷ ভারতকে পাল্টা চাপে ফেলার কৌশল বাংলাদেশ সরকারের ৷ নিরাপত্তার দোহাই দিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে চাইছে না বাংলাদেশ ৷ পুরো বিষয়টি আইসিসিকে জানানোর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নির্দেশ দিয়েছে সেদেশের ক্রীড়ামন্ত্রী আসিফ নজরুল ৷ সোশ্যাল মিডিয়ায় নিজে এ বিষয়ে বক্তব্য রেখেছেন আসিফ। বিশ্বকাপে ভারতে খেলতে আসার ইস্যুতে শনিবার তড়িঘড়ি বৈঠকে বসে বিসিবি। সূত্রের খবর, সরকারের নির্দেশ পেয়ে নিরাপত্তার ইস্যু সামনে এনে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের বদলে শ্রীলঙ্কায় খেলার ব্যাপারে আবেদন করতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাশাপাশি আইপিএল বাংলাদেশে না দেখানোর নির্দেশিকাও জারি হতে চলেছে বলে খবর।
বাংলাদেশ আবেদন করলেই কী টুর্নামেন্টের স্থান পরিবর্তন হবে ? আইসিসির নিয়ম কী বলছে?
নিয়ম অনুযায়ী, কোনও দেশের সরকার (এখানে বাংলাদেশ) যদি নিজের দেশের খেলোয়াড়দের অন্য দেশে গিয়ে খেলার ইস্যুতে নিরাপত্তার অভাব বোধ করে সেক্ষেত্রে সরকারকে নিজেদের বোর্ডের কাছে বিষয়টি লিখিতভাবে জানাতে হবে। সেই লিখিত আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট দেশের ক্রিকেট বোর্ড আইসিসি-কে বিষয়টি জানাবে। তারা বলবে, আমাদের সরকার আয়োজক দেশের নিরাপত্তা নিয়ে সন্ধিহান রয়েছে, ফলে আয়োজক দেশে খেলোয়াড়দের যাওয়ার ক্ষেত্রে সরকারের থেকে অনুমতি পাওয়া যাবে না। তাই সেই দেশের ম্যাচগুলির স্থান পরিবর্তন করা হোক। এই মর্মে পুরো বিষয়টি আইসিসি-কে জানাতে হবে। তারপর আইসিসি বিষয়টি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে। প্রয়োজনে টুর্নামেন্টে সংশ্লিষ্ট দেশের খেলার জায়গা পরিবর্তন করতে পারে।
advertisement
advertisement
এখানে প্রশ্ন থাকছে। বিশ্বকাপ শুরু হতে আর এক মাস বাকি। এখন কি আইসিসি বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় নিয়ে যাবে? শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ নিয়ে গেলে সে ক্ষেত্রে সম্পূর্ণ ক্রীড়াসূচি পরিবর্তন করতে হবে।
advertisement
কারণ, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের কলকাতায় তিনটি ম্যাচ রয়েছে। বাংলাদেশের ম্যাচ স্থান পরিবর্তন হলে কলকাতা অর্থাৎ সিএবি তখন বিসিসিআইয়ের কাছে আবেদন করবে বিকল্প ম্যাচ দেওয়ার জন্য। ফলে বিশ্বকাপের সম্পূর্ণ সূচি পরিবর্তন করতে হবে। ইতিমধ্যেই বিশ্বকাপের সমস্ত টিকিটের দাম নির্ধারণ হয়ে গেছে সবকটা মাঠে। পাশাপাশি এটাও দেখতে হবে, বাংলাদেশের সমস্ত ম্যাচ শ্রীলঙ্কার মাঠে আয়োজন করা সম্ভব কিনা। কারণ ভারতের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক শ্রীলঙ্কাতে পাকিস্তানের ম্যাচগুলি হওয়ার কথা। অতিরিক্ত ম্যাচ তারা আয়োজন করতে পারবে কিনা সেটাও একটি দেখার বিষয়। তবে সেটাও যদি সম্ভব হয় সেক্ষেত্রে এক মাসের মধ্যে সম্পূর্ণ সূচি পরিবর্তন করা যথেষ্ট কঠিন বলেই মনে করা হচ্ছে।
advertisement
সব মিলিয়ে এখন দেখার বাংলাদেশের আবেদন করার পর আইসিসি বিষয়টি কীভাবে হস্তক্ষেপ করে।উল্লেখ্য, আইসিসির প্রধান পদে রয়েছেন ভারতের জয় শাহ। তাই সেখানে বাংলাদেশের আবেদন কতটা শেষ পর্যন্ত গ্রহণযোগ্য হবে সেটাও দেখার ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 04, 2026 9:38 AM IST










