T20 World Cup 2024: ভারতের বিরুদ্ধে নামার আগেই ধাক্কা খেল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৮ রানে হার

Last Updated:

T20 World Cup 2024: ভারতের বিরুদ্ধে ম্যাচের আগেই টি-২০ বিশ্বকাপে জোর ধাক্কা খেল বাংলাদেশ। সুপার এইট রাউন্ডের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোনও লড়াই দিতে পারল না বাংলাদেশ।

ভারতের বিরুদ্ধে ম্যাচের আগেই টি-২০ বিশ্বকাপে জোর ধাক্কা খেল বাংলাদেশ। সুপার এইট রাউন্ডের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোনও লড়াই দিতে পারল না বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডিএলএস নিয়মে বাংলাদেশকে ২৮ রানে হারাল ব্যাগি গ্রিণরা। এই ম্যাচ হারের ফলে ভারতের বিরুদ্ধে ম্যাচ ডু অর ডাই হয়ে দাঁড়াল শাকিব, শান্টোদের কাছে।
ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ব্যাগি গ্রিণদের দাপুটে বোলিং পারফরম্যান্সের সামনে সেভাবে লড়াই দিতে পারেনি বাংলাদেশের ব্যাটিং লাইন। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৪০ রান করে বাংলা টাইগার্সরা। নাজমুল হাসান শান্টো ৪১, তোহিদ হৃদয় ৪০ রানের ইনিংস খেলেন। প্যাট কামিন্স ম্যাচে হ্যাটট্রিক করেন। এবারের টি-২০ বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক।
advertisement
ম্যাচে ১৮ তম ওভারে বল করতে আসেন প্যাট কামিন্স। সেই ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে পরপর দুটি উইকেট নেন অজি স্পিড স্টার। প্যাট কামিন্সের শিকার হন বাংলাদেশের মাহমুদুল্লাহ ও মেহেদি হাসান। এর পর ২০তম ওভারের প্রথম বলেই তুলে নেন তোহিদ হৃদয়ের উইকেট। গত ওভারে শেষ দুই বল ও তারপরের ওভারের প্রথম বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক পূরণ করেন প্যাট কামিন্স।
advertisement
advertisement
—- Polls module would be displayed here —-
রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্য়াটিং করেন অস্ট্রেলিয়ার দুই ওপোনার ডেভিড ওয়ার্নার ও ট্রেভিস হেড। ঝড়ের গতিতে অর্ধশতরানের পার্টনারশিপ গড়েন দুজনে। ট্রেভিস হেড ২১ বলে ৩১ রানের ইনিংস খেল আউট হন। মিচেল মার্শ রান পাননি। ১ রান করে আউট হন তিনি। ডেভিড ওয়ার্নার অর্ধশতরান পূরণ করেন। বৃষ্টি নামা পর্যন্ত অস্ট্রেলিয়ার স্কোর ছিল ১১.২ ওভারে ২ উইকেটে ১০০ রান। ৩৫ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন ওয়ার্নার। ১৪ রানে অপরাজিত থাকেন গ্লেন ম্যাক্সওয়েল। বৃষ্টি না থামায় শেষ পর্যন্ত ডিএলএস নিয়মে ২৮ রানে জেতে অস্ট্রেলিয়া।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
T20 World Cup 2024: ভারতের বিরুদ্ধে নামার আগেই ধাক্কা খেল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৮ রানে হার
Next Article
advertisement
SIR Update: মধ্যপ্রদেশে বাদ ৪২ লক্ষ নাম, কেরল-ছত্তীসগড়ে কত? আরও তিন রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের
মধ্যপ্রদেশে বাদ ৪২ লক্ষ নাম, কেরল-ছত্তীসগড়ে কত? আরও ৩ রাজ্যে প্রকাশিত খসড়া ভোটার তালিকা
  • আরও তিন রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের৷

  • মধ্যপ্রদেশ, কেরল, ছত্তীসগড়ে প্রকাশিত তালিকা৷

  • মধ্যপ্রদেশেই বাদ গেল ৪২ লক্ষ নাম৷

VIEW MORE
advertisement
advertisement