অবাক কাণ্ড টি-২০ ম্য়াচে, এক ইনিংসে বল করলেন একই দলের ১১ জন

Last Updated:

টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্য়াচে অবাক করা কাণ্ড ঘটাল জিম্বাবোয়ে। শ্রীলঙ্কার বিরুদ্ধে দলের ১১ জনকে বল করালেন জিম্বাবোয়ে অধিনায়ক ক্রেইগ এরভিন।

১৬ অক্টোবর থেকে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ ২০২২। হাতে আর কয়েকটা দিন। তার আগে অস্ট্রেলিয়া পৌছে প্রতিটি দলই নিজেদের অনুশীলন শুরু করে দিয়েছে। প্রস্তুতি ম্য়াচও খেলছে দলগুলি। আর সেই প্রস্তুতি ম্য়াচেই নজির বিহীন ঘটনা ঘটল। কোনও ম্য়াচে ১১ জন বোলারই বল করেছে এমন আর আগে কখনও দেখেছেন? সেই কাজটাই করে দেখাল জিম্বাবোয়ে ক্রিকেট দল।
টি-২০ বিশ্বকাপ উপলক্ষ্য়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুত ম্য়াচ খেলতে নেমেছিল জিম্বাবোয়ে ক্রিকেট দল। সেখানেই দলের ১১ জন বোলারকে ব্য়বহার করে নজির গড়লেন জিম্বাবোয়ে অধিনায়ক ক্রেইগ এরভিন। গ্রুপ পর্বের ম্য়াচ খেলতে নামার আগে দলের সব বোলারকে পরীক্ষা করে নেওয়ার জন্য়ই এই পন্থা নেন এরভিন। যদিও অনুশীলন ম্য়াচ হওয়ায় এই কীর্তি রেকর্ড বুকে জায়গা পাবে না।
advertisement
এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে সর্বাধিক ৯ জন করে বোলার ব্যবহার করেছে পাপুয়া নিউগিনি, ডেনমার্ক এবং কেম্যান আইল্যান্ড। রেকর্ড বুকে না উঠলেও জিম্বাবোয়ের অধিনায়কের কীর্তি সোর গোল ফেলে দিয়েছে। ম্য়াচে ৯ জন বোলার ২ ওভার করে বোলিং করেছেন। ২ জব বোলার করেছেন ১ ওভার করে। অধিনায়ক এরভিন ছাড়া, রেগিস চাকাবভা, টনি মুনয়োঙ্গা এবং ক্লাইভ মাদান্দে বাদে সকলেই বোলিং করেছেন।
advertisement
advertisement
প্রসঙ্গত, ম্য়াচে প্রথমে ব্য়াট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৮ রান করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন কুশল মেন্ডিস। রান তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৫৫ রানকরে জিম্বাবোয়ে। সর্বোচ্চ ৪২ রান করেন ওয়েসলি মাধেভেরে। ৩৩ রানে ম্য়াচ জেতে শ্রীলঙ্কা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
অবাক কাণ্ড টি-২০ ম্য়াচে, এক ইনিংসে বল করলেন একই দলের ১১ জন
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement