ভারতের হারের পর পাকিস্তান প্রধানমন্ত্রী কটাক্ষ, এবার পাল্টা জবাব দিলেন ইরফান পাঠান
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
সেমি ফাইনালে ভারত-ইংল্যান্ড ম্যাচের পাক প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেছিলেন পাকিস্তান প্রধানমন্ত্রী। এবার তাকে জবাব দিলেন ইরফান পাঠান।
ইংল্যান্ডের কাছে সেমিফাইনালে হেরে টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ভারতীয় দল। ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে হারের পর ভারতীয় দলকে নানা কটুক্তির শিকার হতে হযেছিল। এমনকী নেট দুনিয়ায় কটাক্ষ করেছিলেন পাকিস্তানের প্রধািনমন্ত্রী শাহবাজ শরিফ। এবার টিম ইন্ডিয়াকে পাক প্রধানমন্ত্রীর কটাক্ষের জবাব দিলেন প্রাক্তন ভারতীয় পেসার ইরফান পাঠান।
সেমি ফাইনালে ভারত-ইংল্যান্ড ম্যাচের পাক প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘তাই রবিবার ১৫২/০ বনাম ১৭০/০ ম্যাচ হবে।’ এই মন্তব্যের মাধ্যমে একদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ১০ উইকেটে হারকে কটাক্ষ করেছেন। অপরদিকে, ২০২১ টি-২০ বিশ্বকাপে ভারতকে পাকিস্তান যে ম্যাচে ১০ উইকেটে হারিয়েছিল, তাও বোঝাতে চেয়েছেন শাহবাজ শরিফ।
পাক প্রধানমন্ত্রীর এই পোস্টের সমালোচনাও করা হয় নান মহলে। এবার শাহবাজ শরিফকে যোগ্য জবাব দিলেন ইরফান পাঠান। সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন ভারতীয় পেসার লেখেন, ‘এটাই আপনার আর আমাদের মধ্যে পার্থক্য। আমরা আমাদের সুখে খুশি হই আর আপনি অন্যের কষ্টেতে আনন্দ পান। যে কারণে নিজের দেশের উন্নতির দিকে কোনও মনোযোগ নেই।’
advertisement
advertisement
প্রসঙ্গত, শুধু পাকিস্তান প্রধানমন্ত্রী নয়, ভারতীয় ক্রিকেটের নানা বিষয় নিয়ে এর আগেও নাক গলিয়েছে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা। তা সে আইপিএল কটাক্ষ হোক আর আইপিএল থেকে পিএসএল এগিয়ে রাখা, সব বিষয়ে কটাক্ষ এসেছে ওয়াঘার ওপার থেকে। তবে এবার পাক প্রধানমন্ত্রীকে ইরফান পাঠানের জবাবকে সমর্থন করেছেন ভারতীয় ক্রিকেট প্রেমিরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 12, 2022 10:48 PM IST