ICC T20 World Cup: দ্বিতীয় অনুশীলন ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নেই বুমরাহ ও শামি, পাকিস্তানের বিরুদ্ধে কী হবে

Last Updated:

২৪ অক্টোবর টি টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup) ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ দিয়ে মূলপর্বে ভারতের অভিযান শুরু করবে৷

Jasprit bumrah and Mohammed Shami bowled well
Jasprit bumrah and Mohammed Shami bowled well
#দুবাই: ভারতীয় ক্রিকেট দল  (Team India) টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বুধবার নিজেদের দ্বিতীয় অনুশীলন ম্যাচে খেলছে অস্ট্রেলিয়া বিরুদ্ধে৷  তার আগেই বেশ কিছু ক্রিকেটার নিজেদের জায়গা ভারতীয় প্রথম একাদশে কার্যত পাকা করে ফেলেছে৷ ২৪ অক্টোবর টি টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup)  ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ দিয়ে মূলপর্বে ভারতের অভিযান শুরু করবে৷
ভারতীয় ক্রিকেট দল  (Team India) নিজেদের প্রথম অনুশীলন ম্যাচে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে৷ অনুশীলন ম্যাচে জোরে বোলার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)  এবং মহম্মদ শামি (Mohammed Shami) দারুণ বল করেছেন৷ চাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁদের সুযোগ দেওয়া হয়নি৷ এই অবস্থায় তাঁদের পারফরম্যান্স এতটাই ভালো যে বিশ্বকাপের প্রথম ম্যাচে তাঁদের খেলা নিশ্চিত৷
advertisement
advertisement
ইংল্যান্ডের বিরুদ্ধে জসপ্রীত বুমরাহ ৪ ওভারে ২৬ রান দিয়েছেন এবং ১ উইকেট নিয়েছেন৷ শেষ ওভারে তিনি খুবই ভালো বোলিং করেছেন৷ সেখানে মহম্মদ শামি সবচেয়ে বেশি ৩ উইকেট নিয়েছেন৷ তিনি অবশ্য খানিকটা বেশি রান ৪০ দিয়েছেন৷ ম্যাচে ভূবনেশ্বর কুমার ভালো বোলিং করতে পারেননি৷ তিনি ৪ ওভারে ৫৪ রান দিয়েছিলেন আর একটিও উইকেট পাননি৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ৪ উইকেটে তিনি ২৭ রান দিয়ে ১ উইকেট  নিয়েছেন৷
advertisement
বুমরাহ ২১ ও শামি ১৯ উইকেট নিয়েছেন
আইপিএল ২০২১ -র কথা বললে জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ শামি দুজনেই ভালো পারফরম্যান্স করেছেন৷ বুমরাহ ১৪ ম্যাচে ২০ গড়ে ২১ উইকেট নেন৷ ইকনমি ছিল ৭.৪৫৷ ৩৬ রান দিয়ে ৩ উইকেট তাঁর সেরা পারফরম্যান্স৷ শামি ১৪ ম্যাচে ২১ গড়ে ১৯ উইকেট নেন৷ ইকনমি ৭.৫০, ২১ রান দিয়ে ৩ উইকেট তাঁর সেরা৷ ভুবনেশ্বর কুমার ৬ উইকেট নেন৷
advertisement
বরুণ চক্রবর্তী ১৮ উইকেট নিয়েছেন
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বরুণ চক্রবর্তী ও শার্দুল ঠাকুরকে সুযোগ দেওয়া হয়েছে৷ শার্দুল ঠাকুরের টি টোয়েন্টি বিশ্বকাপে দলের অংশ ছিলেন না৷ বাঁ হাতের স্পিনার অক্ষর প্যাটেলের জায়গায় তিনি এসেছেন৷ শার্দুল আইপিএল ২০২১ -র ১৬ ম্যাচে ২১ উইকেট নিয়েছেন তিনি৷ ইকনমি ৮.৮০৷ মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী কেকেআরের হয়ে ১৭ ম্যাচে ১৮ উইকেট নিয়েছেন৷ তাঁর ইকনমি ৬.৫৮, ১৩ রান দিয়ে ৩ উইকেট তাঁর সেরা পারফরম্যান্স৷
বাংলা খবর/ খবর/খেলা/
ICC T20 World Cup: দ্বিতীয় অনুশীলন ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নেই বুমরাহ ও শামি, পাকিস্তানের বিরুদ্ধে কী হবে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement