ক্রিকেটকে সবে বাই বাই করেছেন, এবার ঝক্কাস ভূমিকায় ফিরছেন টি টোয়েন্টি বিশ্বকাপে

Last Updated:

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর নতুন লুকে দেখা যাবে মিতালিকে।

Mithali Raj will debut as commentator
Mithali Raj will debut as commentator
#পারথ: আজ রবিবার বিশ্বকাপে ধামাকা ম্যাচ। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা৷  এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু করেছে টিম ইন্ডিয়া। ৩০ অক্টোবর পারথে দক্ষিণ আফ্রিকার (ভারত বনাম দক্ষিণ আফ্রিকা) বিরুদ্ধে টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি। এই ম্যাচে ভারত জয়ের ধারা বজায় রাখতে পারে কিনা এইদিকে যেমন ভারতীয় ফ্যানদের নজর থাকবে ঠিক তেমনিই এই ম্যাচে রয়েছে এক বাড়তি আকর্ষণ৷ এই ম্যাচে ভারতীয় মহিলা দলের সবচেয়ে সফল অধিনায়ককে প্রথমবার ধারাভাষ্যকার হিসেবে দেখা যাবে৷ যাঁর নাম মিতালি রাজ।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর নতুন লুকে দেখা যাবে মিতালিকে।মিতালি রাজ নিজেই তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই সুখবর জানিয়েছেন। হরভজন সিং, সুনীল গাভাসকর, গৌতম গম্ভীর এবং হর্ষ ভোগলের সঙ্গে কমেন্ট্রি বক্সে  এবার  মিতালি৷
advertisement
advertisement
দেখে নিন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ঠিক কী পোস্ট করেছেন মিতালি রাজ...
 Mithali Raj will debut as commentator Mithali Raj will debut as commentator
মিতালি রাজের এই সিদ্ধান্তে ফ্যানরা দারুণ খুশি  এবং তাঁকে তার ধারাভাষ্য অভিষেকের জন্য অভিনন্দনও জানানো হচ্ছে। ইনস্টাগ্রামে একটি পোস্টার শেয়ার করে তিনি লিখেছেন যে 'ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে ধারাভাষ্য বক্সে অভিষেকের জন্য অপেক্ষা করতে পারছি না।'
advertisement
ভারতীয় ক্রিকেটে ২৩ বছরের দুর্দান্ত যাত্রা
মিতালি ১৬ বছর বয়সে টিম ইন্ডিয়ার হয়ে অভিষেক করেছিলেন, তিনি ১৯৯৯ সালে তাঁর প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। মিতালি ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক। তিনি ২০২২ সালের জুনে একদিনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেন। তিনি  ২০১৯ সালে, তিনি টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। মিতালি রাজের নেতৃত্বে ৮৯ টি একদিনের ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া।
advertisement
মিতালি রাজের বায়োপিকও হয়েছে
মিতালিকে মহিলা দলের সবচেয়ে সফল অধিনায়ক হিসেবে বিবেচনা করা হয়। ক্রিকেট কেরিয়ারের ওপর একটি বলিউড সিনেমাও তৈরি হয়েছে। এই ছবিতে মিতালির ভূমিকায় অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ক্রিকেটকে সবে বাই বাই করেছেন, এবার ঝক্কাস ভূমিকায় ফিরছেন টি টোয়েন্টি বিশ্বকাপে
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement