ব্যাট না তলোয়ার! বিপক্ষকে কচুকাটা করে ত্রাস প্রোটিয়া ‘এই’ ক্রিকেটার, সাবধান টিম ইন্ডিয়া

Last Updated:

দক্ষিণ আফ্রিকার পেসরারা ভারতের জন্য কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে৷ এছাড়াও ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার এক ব্যাটসম্যানও একাই গেমচেঞ্জার হয়ে উঠতে পারেন৷

T20 WC: Rilee Rossouw from South African can be game changer in Ind vs SA match
T20 WC: Rilee Rossouw from South African can be game changer in Ind vs SA match
#পারথ: টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সুপার ১২ রাউন্ডে নিজের তৃতীয় ম্যাচ আজ৷ এই মোকাবিলা আজ পারথে খেলা হবে৷ ভারত নিজের প্রথম দুটি ম্যাচ জিতে গ্রুপ ২-র পয়েন্টস টেবলের টপে রয়েছে৷ অন্যদিকে দক্ষিণ আফ্রিকা রয়েছে পয়েন্ট টেবলের ২ নম্বরে৷ ফলে এই ম্যাচ দুই দলের জন্যেই খুবই গুরুত্বপূর্ণ কারণ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা লড়াইতে যে দল জিতবে তারা গ্রুপ শীর্ষে চলে যাবে৷ বর্তমান ফর্ম ও সাম্প্রতিক পারফরম্যান্স মাথায় রাখলে ভারত ফেভারিট এই ম্যাচে৷
কিন্তু বিপদে ফেলতে পারে পারথের দ্রুত ও বাউন্সি পিচ৷ দক্ষিণ আফ্রিকার পেসরারা ভারতের জন্য কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে৷ এছাড়াও ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার এক ব্যাটসম্যানও একাই গেমচেঞ্জার হয়ে উঠতে পারেন৷ ৬ বছর বাদে তিনি দলে ফিরেছেন৷ আর ফিরেই বিপক্ষের ওপর একেবারে ভয়ানক বিষাক্ত হয়ে উঠছেন৷
advertisement
advertisement
এই ক্রিকেটার হলেন রিলো রুসো৷ রিলো রুসো এই মুহূর্তে জবরদস্ত ফর্মে রয়েছেন৷ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে তিনি ১০৯ রানের এই বিধ্বংসী ইনিংস খেলেন৷ তিনি ফ্রান্সের গুস্তাব ম্যাককয়েন টি টোয়েন্টিতে লাগাতার ২ টি শতরান করার পর দ্বিতীয় ক্রিকেটার হলেন যিনি এই কৃতিত্ব অর্জন করলেন৷ তিনি ভারতের বিরুদ্ধে ইনদওরে টি টোয়েন্টি শতরান করেছিলেন৷ তিনি দক্ষিণ আফ্রিকা দলে ফেরার পর তাঁর ব্যাট একেবারে শান দেওয়া তলোয়ারের মতো বিপক্ষকে কচুকাটা করছে৷ গত ৭ টি ইনিংসে তিনি ২ টি শতরান এবং একটি অর্ধ শতরান করেছেন৷
advertisement
তিনি ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি শতরান করার আগে জুলাইতে ইংল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ৯৬ রান করেছিলেন৷ মাত্র ৪ রানের জন্য সে বার শতরান মিস হয়েছিল৷
রুসো সব শতরানই ২০১৯ -র পরে করেছেন
টি টোয়েন্টিতে তিনি এখনও অবধি ৫ টি শতরান করেছেন৷ পাঁচটিই ২০১৯-র পরে করেছেন৷  এখনও অবধি তিনি ৩৯ গড়ে, ১৫৭ স্ট্রাইকরেটে রান করেছেন৷ ২০১৯ -র আগে তাঁর গড় ছিল ২৬ এবং স্ট্রাইকরেট ছিল ১৩১৷ অর্থাৎ গত ৩ বছরে তাঁর খেলাই একেবারে বদলে গেছে৷  তাই ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে ভারতীয় দলকে রুসোর মারাত্মক আতঙ্ক থেকে বাঁচতে হবে৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ব্যাট না তলোয়ার! বিপক্ষকে কচুকাটা করে ত্রাস প্রোটিয়া ‘এই’ ক্রিকেটার, সাবধান টিম ইন্ডিয়া
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement