বিশ্বকাপে আবার ভারত-পাকিস্তান ম্যাচ হলে কে জিতবে? রবি শাস্ত্রীর বড়সড় ভবিষ্যদ্বাণী
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ind vs Pak Match: চলতি বিশ্বকাপে আবার ভারত-পাক ম্যাচ হলে কে জিতবে? রবি শাস্ত্রী কী বলছেন শুনুন।
#সিডনি: চলতি টি-২০ বিশ্বকাপে আর কতবার ভারত-পাকিস্তান ম্যাচ হতে পারে? উত্তরটা হল, মাত্র একবার। তাও আবার ফাইনালে। কারণ তার আগে আর একই গ্রুপে থাকা দুটি দলের পরস্পরের বিরুদ্ধে খেলার সম্ভাবনা নেই। তবে আবার যদি ভারত-পাকিস্তান ম্যাচ হয়, কে জিতবে?
টি-২০ বিশ্বকাপ ২০২২-এ আবার ভারত ও পাকিস্তানের মধ্যে একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখা যেতে পারে বলে আশা করছেন সমর্থকরা। দুদেশের প্রাক্তন ক্রিকেটাররা এখন ভবিষ্যদ্বাণী করছেন, ভারত ও পাকিস্তান ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হলে কে জিতবে!
আরও পড়ুন- নেদারল্যান্ডসের বিরুদ্ধেও ব্যর্থ কেএল রাহুল, দঃ আফ্রিকার বিরুদ্ধে দলে থাকা নিয়ে প্রশ্ন
এবার ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী ভবিষ্যদ্বাণী করলেন, এর পর ভারত-পাকিস্তান ম্যাচ হলে কে জিতবে! ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের মধ্যে শিরোপা লড়াইয়ের আশা প্রকাশ করে রবি শাস্ত্রী একটি বড় ভবিষ্যদ্বাণী করেছেন।
advertisement
advertisement
রবি শাস্ত্রী জানিয়েছেন, ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান। রবি শাস্ত্রী বলেছেন, 'যদি ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এর ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হয়, তা হলে রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া আরও একবার জিততে পারে।'
রবি শাস্ত্রী আরও বলেন, 'আমরা বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচ খেলেছিলাম ১৯৮৫ সালে মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে। সেই ম্যাচে আমরা জিতেছিলাম। যদি ভারত ও পাকিস্তান ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আবার মুখোমুখি হয়, আমরা ওদের হারাব।' প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এর প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্টে একটি ভাল শুরু করেছিল।
advertisement
আরও পড়ুন- দলে নেই কোনও পরিবর্তন, নেদারল্যান্ডসের বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের
এদিন নেদারল্যান্ডসের বিরুদ্ধে জিতে চলতি ট-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার রাস্তা চওড়া করে রেখেছে ভারত। এর পর ভারতীয় দলকে খেলতে হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। টিম ইন্ডিয়া যদি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ হারে, তবুও কোনও উল্লেখযোগ্য প্রভাব পড়বে না। তবে টিম ইন্ডিয়া যেমন ফর্মে আছে, তাতে দক্ষিণ আফ্রিকাকেও সমস্যায় পড়তে হবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 27, 2022 4:55 PM IST