T20 Cricket World Cup : শনিবার টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে মখোমুখি অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা

Last Updated:

T20 Cricket World Cup : আগামিকাল অর্থাৎ শনিবার থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 Cricket World Cup) মূল পর্ব ৷ সুপার টুয়েলভে প্রথম দিন গ্রুপ এ-তে দুটি ম্যাচ ৷

নয়াদিল্লি: আগামিকাল অর্থাৎ শনিবার থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 Cricket World Cup) মূল পর্ব ৷  সুপার টুয়েলভে প্রথম দিন গ্রুপ এ-তে দুটি ম্যাচ ৷ প্রথম ম্যাচে মুখোমুখি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা (Australia vs South Africa) ৷ অন্যদিকে, দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ (England vs West Indies) ৷ ভারতীয় সময় অনুযায়ী প্রথম ম্যাচ শুরু দুপুর সাড়ে তিনটের সময় ৷ দ্বিতীয় ম্যাচ খেলা হবে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ৷
পাঁচ বছর আগে, ২০১৬ সালে শেষবার টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হয়েছিল ৷ সে বার ইডেন গার্ডেন স্টেডিয়ামে ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ৷
আরও পড়ুন : প্রস্তুতি ম্যাচে পাকিস্তান সব ক্রিকেটারদের সমান সুযোগ দেয়নি মনে করেন বাট
এ বছর কোয়ালিফায়ার রাউন্ড থেকে গ্রুপ এ-তে যোগ্যতা পেয়েছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ ৷  গ্রুপ বি-তে জায়গা করে নিয়েছে স্কটল্যান্ড ও নামিবিয়া ৷
advertisement
advertisement
আরও পড়ুন : বাবর ফিরে গেলে ভারত তাসের ঘরের মতো উড়িয়ে দেবে পাকিস্তানকে, বলছেন মন্টি
২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয় ৷ চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ এই ধারার সপ্তম সংস্করণ ৷ গত বছর এই বিশ্বকাপ আয়োজন করার কথা ছিল ভারতের ৷ কিন্তু করোনা ভাইরাসের অতিমারির কারণে বিশ্বকাপ আয়োজন এক বছর পিছিয়ে দেওয়া হয় ৷ আয়োজক হিসাবে থাকছে ভারতই ৷ তবে অতিমারির কথা মাথায় রেখে দেশের মাটি বদলে ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহী তে প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
T20 Cricket World Cup : শনিবার টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে মখোমুখি অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement