T20 Cricket World Cup : শনিবার টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে মখোমুখি অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
T20 Cricket World Cup : আগামিকাল অর্থাৎ শনিবার থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 Cricket World Cup) মূল পর্ব ৷ সুপার টুয়েলভে প্রথম দিন গ্রুপ এ-তে দুটি ম্যাচ ৷
নয়াদিল্লি: আগামিকাল অর্থাৎ শনিবার থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 Cricket World Cup) মূল পর্ব ৷ সুপার টুয়েলভে প্রথম দিন গ্রুপ এ-তে দুটি ম্যাচ ৷ প্রথম ম্যাচে মুখোমুখি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা (Australia vs South Africa) ৷ অন্যদিকে, দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ (England vs West Indies) ৷ ভারতীয় সময় অনুযায়ী প্রথম ম্যাচ শুরু দুপুর সাড়ে তিনটের সময় ৷ দ্বিতীয় ম্যাচ খেলা হবে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ৷
পাঁচ বছর আগে, ২০১৬ সালে শেষবার টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হয়েছিল ৷ সে বার ইডেন গার্ডেন স্টেডিয়ামে ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ৷
আরও পড়ুন : প্রস্তুতি ম্যাচে পাকিস্তান সব ক্রিকেটারদের সমান সুযোগ দেয়নি মনে করেন বাট
এ বছর কোয়ালিফায়ার রাউন্ড থেকে গ্রুপ এ-তে যোগ্যতা পেয়েছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ ৷ গ্রুপ বি-তে জায়গা করে নিয়েছে স্কটল্যান্ড ও নামিবিয়া ৷
advertisement
advertisement
আরও পড়ুন : বাবর ফিরে গেলে ভারত তাসের ঘরের মতো উড়িয়ে দেবে পাকিস্তানকে, বলছেন মন্টি
২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয় ৷ চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ এই ধারার সপ্তম সংস্করণ ৷ গত বছর এই বিশ্বকাপ আয়োজন করার কথা ছিল ভারতের ৷ কিন্তু করোনা ভাইরাসের অতিমারির কারণে বিশ্বকাপ আয়োজন এক বছর পিছিয়ে দেওয়া হয় ৷ আয়োজক হিসাবে থাকছে ভারতই ৷ তবে অতিমারির কথা মাথায় রেখে দেশের মাটি বদলে ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহী তে প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 22, 2021 11:47 PM IST