Cricket To Be Back In Asian Games 2022: আট বছর পর এশিয়ান গেমসে ফিরল ক্রিকেট, এবার কি অলিম্পিক্সে ব্যাট-বলের খেলা!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
T-20 Cricket In Asian Games 2022: এশিয়ান গেমসে ক্রিকেট ফিরছে আট বছর পর।
#নয়াদিল্লি: ৮ বছর পর এশিয়ান গেমসে ফিরল টি-২০ ক্রিকেট। কমনওয়েলথ গেমসের পর এবার এশিয়ান গেমসেও দেখা যাবে ব্যাট-বলের খেলা। ক্রিকেটপ্রেমীদের কাছে এর থেকে বড় সুখবর আর কী হতে পারে!
অলিম্পিক্সে ক্রিকেট ফিরবে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে বহু বছর ধরেই। বারবার আশা জাগলেও শেষমেশ অলিম্পিক্সে ব্যা-বলের লড়াই দেখার ইচ্ছে অনেকেরই পূরণ হচ্ছে না। তবে বিশ্বের অন্যতম জনপ্রিয় দুটি ক্রীড়া আসরে ফিরছে ক্রিকেট। ফলে অদূর ভবিষ্যতে অলিম্পিক্সে ক্রিকেট দেখা গেলেও অবাক হওয়ার মতো কিছু থাকবে না। তবে কবে নাগাদ অলিম্পিক্সে ক্রিকেট দেখা যাবে, তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।
advertisement
২০২২ বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে দেখা যাবে মেয়েদের টি-২০ ক্রিকেট। সেই খেলার কোন কোন দল অংশগ্রহণ করবে তাও নিশ্চিত হয়ে গিয়েছে। আর এবার এশিয়ান গেমসেও দেখা যাবে ক্রিকেটের লড়াই। অর্থাত্ এবার কোনও দেশ ক্রিকেট থেকেও পদক পাবে। ২০২২ এশিয়ান গেমসের ৪০টি স্পোর্টস ইভেন্ট হবে। তার মধ্যে জায়গা করে নিয়েছে ক্রিকেট।
advertisement
আরও পড়ুন- ক্রিকেট থেকে অনেক দূরে সঞ্জনাকে নিয়ে নীল সমুদ্রে হারালেন বুমরাহ
খেলা হবে টি-২০ ফরম্যাটে। এর আগে ২০১৪ এশিয়ান গেমসে ক্রিকেট অন্তর্ভুক্ত করা হয়েছিল। তার আগে ২০১০ এশিয়ান গেমসেও ক্রিকেট অনুষ্ঠিত হয়েছিল। অর্থাত্ আট বছর পর আবার এশিয়ান গেমসে ফিরছে ক্রিকেট।
advertisement
২০১৪ এশিয়ান গেমসের টি-২০ ক্রিকেটে ছেলেদের বিভাগে সোনা জিতেছিল শ্রীলঙ্কা। রুপো জিতেছিল আফগানিস্তান। ব্রোঞ্জ জিতে দেশে ফিরেছিল বাংলাদেশের ক্রিকেট দল। এছাড়া মেয়েদের বিভাগে সোনা জেতে পাকিস্তান।বাংলাদেশ জিতেছিল রুপো। ব্রোঞ্জ পেয়েছিল শ্রীলঙ্কা। যদিও ২০১০ ও ২০১৪- কোনওবারই এশিয়ান গেমসে ভারত ক্রিকেট দল পাঠায়নি।
আরও পড়ুন- "আমি নির্বাচক হলে ২ বছর আগেই রাহানেকে ভারতীয় দল থেকে বাদ দিতাম"
উল্লেখ্য, এশিয়ান গেমস ক্রিকেটে বরাবর ভাল পারফর্ম করে বাংলাদেশ। ২০১০ এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটে সোনা জিতেছিল বাংলাদেশ। অনেকেই বলছেন, আইসিসি যেভাবে উঠেপড়ে লেগেছে তাতে অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্তি হতে আর বেশি দেরি নেই। এশিয়ান গেমসে ক্রিকেটের ফিরে আসা যেন সেই ইঙ্গিতই দিচ্ছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 27, 2022 9:53 PM IST