এমবাপের গোল অবৈধ! ভিডিও দেখিয়ে বিস্ফোরক দাবি বিশ্বকাপ ফাইনালের রেফারির

Last Updated:

referee szymon marciniak: বিশ্বকাপ ফাইনাল নিয়ে বিস্ফোরক দাবি ওই ম্যাচেরই রেফারির।

#দোহা: অনেকেই বলছেন, শতাব্দীর সেরা বিশ্বকাপ ফাইনাল সারা বিশ্ব দেখল এবারই। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা-ফ্রান্সের ফাইনাল ম্যাচটি যে সর্বকালের অন্যতম সেরা রোমহর্ষক ম্যাচ, তা বোধ হয় এককথায় সবাই মেনে নেবেন!
ওই ম্যাচের হ্যাংওভার যেন কিছুতেই নামছে না ফুটবলপ্রেমীদের! নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ২-২। অতিরিক্ত সময়ে মেসির গোলে আর্জেন্টিনা ৩-২ লিড নিয়ে ফেলে। তবে সেই গোল ধরে রাখতে পারেনি মেসির দল। এমবাপে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান। তার পর টাইব্রেকারে। আর সেখানে হিরো এমি মার্টিনেজ।
আরও পড়ুন- বেলা শেষে বাজিমাত কেকেআরের, আইপিএল ২০২৩ মিনি নিলামে কেমন দল গড়ল নাইটরা
৩৬ বছর পর ফের বিশ্বকাপ জিতেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। দিয়েগো মারাদোনার ছায়া থেকে বেরোতে পারলেন মেসি। তবে ফাইনালের হার মেনে নিতে পারছে না ফ্রান্স। তাদের দাবি, ওই ম্যাচে মেসির দ্বিতীয় গোলের সময়ে আর্জেন্টিনার জার্সিতে দুজন বেশি প্লেয়ার (পরিবর্ত) মাঠে ঢুকে পড়েছিলেন।
advertisement
advertisement
ফরাসি সংবাদমাধ্যম লা ইকুঁয়েপ রেফারি মার্সিনিয়াক-এর বিরুদ্ধে একটি প্রতিবেদন প্রকাশ করে। তার পর ২ লাখের বেশি ফরাসির সই নিয়ে পিটিশন জমা হয়েছে বিশ্বকাপ ফাইনাল রি-ম্যাচের দাবিতে। বিশ্বকাপ ফাইনালের রেফারিও কিন্তু এবার ছেড়ে কথা বললেন না।
advertisement
advertisement
রেফারি মার্সিনিয়াক পোল্যান্ডে ফিরে সাংবাদিক সম্মেলন করেছেন। সেখানে তিনি একটি ভিডিও ফুটেজ দেখিয়ে দাবি করেছেন, ফাইনালে এমবাপের করা গোল অবৈধ ছিল। পোলিশ রেফারি মার্সিনিয়াক ওই ম্যাচে এমবাপের কোন গোলটির কথা বলেছেন তা অবশ্য স্পষ্ট নয়।
আরও পড়ুন- আইপিএলে এবার সেরা পেস আক্রমণ মুম্বই ইন্ডিয়ান্সের ! ভয় ধরাবে বিপক্ষকে, মত পণ্ডিতদের
জাইমন মার্সিনিয়াক বিশ্বকাপ ফাইনাল দক্ষতার সঙ্গে পরিচালনা করেছিলেন। প্রশংসাও কুড়িয়েছেন এই রেফারি। তবে তাঁর সিদ্ধান্ত নিয়ে ফরাসিরা প্রশ্ন তুলেছেন। আর তাই এবার তিনিও আসরে নেমে জবাব দিয়ে গেলেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
এমবাপের গোল অবৈধ! ভিডিও দেখিয়ে বিস্ফোরক দাবি বিশ্বকাপ ফাইনালের রেফারির
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement