বেলা শেষে বাজিমাত কেকেআরের, আইপিএল ২০২৩ মিনি নিলামে কেমন দল গড়ল নাইটরা
- Published by:Sudip Paul
Last Updated:
কোচিতে হয়ে গেল আইপিএল ২০২৩-এর মিনি নিলাম পর্ব। ১০টি দল তাদের স্কোয়াড গুছিয়ে নিল। সীমিত পুঁজি নিয়ে দিনের শেষে যথেষ্ট শক্তিশালী দল গড়ল কলকাতা নাইট রাইডার্স।
advertisement
advertisement
advertisement
#কলকাতা: আইপিএলের সামনের মরশুম এখনও কয়েকদিন অপেক্ষা রয়েছে, তবে আর দিন কয়েক পরেই আইপিএলের একটি নিলামে বসছে৷ ডিসেম্বরের ২৩ তারিখ বসবে এই আইপিএল৷ কোচিতে বসবে এবারের আইপিএল নিলাম৷ সকলেই শেষবেলায় নিজের দল গুছিয়ে নেওয়ার জন্য বসবে৷ কোন দল কত প্লেয়ারদের তুলে নেবে তা নিয়ে স্ট্র্যাটেজি গোছানো শুরু৷ Photo Courtesy-KKR/ Facebook
advertisement
কেকেআর যেই প্লেয়ারদের নিয়েছে তাতে ওপেনিংয়ে সমস্যার সমাধান হতে পারে। কারন এন জগদীশান ও লিটন দাস দুজনেই ওপেনিং করতে পারেন। দুজন উইকেট কিপিংও করতে পারেন। তবে ভারতীয় হিসেবে জগদীশানের খেলার সম্ভাবনা বেশি। অভিজ্ঞ স্পিনারঅলরাউন্ডার লাগলে শাকিব রয়েছে। আর কোনও ম্যাচে রাসেলের পরিবর্ত প্রয়োজন হলে ডেভিড উইজাকে খেলানো যেতে পারে। এছাড়া একাধিক তরুণ ক্রিকেটার রয়েছে যাদের ব্যবহার করতে চন্দ্রকান্ত পণ্ডিত সিদ্ধহস্ত।
advertisement
কেকেআরের পুরো দল: শ্রেয়স আয়ার (অধিনায়ক), নীতীশ রানা, রহমানুল্লাহ গুরবাজ, বেঙ্কটেশ আয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, শার্দূল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, অনুকূল রায়, রিঙ্কু সিংহ, শাকিব আল হাসান, ডেভিড উইজ়া, নারায়ণ জগদীশন, বৈভব অরোরা, মনদীপ সিংহ, লিটন দাস, কুলবন্ত খেজরোলিয়া এবং সূয়স শর্মা।