Sayani Das: কঠিন বাধা পেরিয়ে সপ্তসিন্ধু জয়, জাতীয় পুরস্কার পাচ্ছেন সায়নী!

Last Updated:

মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা মেয়ে সায়নী। কালনা শহরের বারুইপাড়ার বাসিন্দা সায়নী দাস। ছোট বয়সেই বাবার হাত ধরে সাঁতারে হাতেখড়ি তার।

সাঁতারু সায়নী দাস৷
সাঁতারু সায়নী দাস৷
বর্ধমান: কঠিন বাধা পেরিয়ে পঞ্চসিন্ধু জয় করেছেন। তার স্বীকৃতি স্বরূপ জাতীয় পুরস্কার পাচ্ছেন বাংলার সাঁতারু সায়নী দাস। ভারত সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের ‘তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড ২০২৩’ পেতে চলেছেন বাংলার মেয়ে সায়নী। আগামী ১৭ জানুয়ারি তাঁর হাতে এই সম্মান তুলে দেবেন রাষ্ট্রপতি  দ্রৌপদী মুর্মু।
আন্তর্জাতিক স্তরে একের পর এক সাফল্য পেয়েছেন। কঠিন বাধা অতিক্রম করে জয় করেছেন পঞ্চসিন্ধু। এবার নতুন সম্মান পেতে চলেছেন সেই সায়নী দাস। জাতীয় পুরস্কার তুলে দেওয়া হবে কালনার এই সাঁতারুর হাতে।
advertisement
সায়নী দাস সপ্তসিন্ধু পার করার লক্ষ্য নিয়ে গত বছর নিউজিল্যান্ডের কুক স্ট্রেইট চ্যানেল পার হন। ইতিপূর্বে সায়নী দাস ২০১৭ সালে ইংলিশ, ২০১৮ সালে অস্ট্রেলিয়ার রটনেস্ট এবং ২০১৯ সালে আমেরিকার ক্যাটালিনা চ্যানেল জয় করেন। এই চ্যানেলগুলি জয়ের পর ২০২২ সালে হাওয়াই দ্বীপপুঞ্জের ৪৪ কিমি দীর্ঘ মলোকাই চ্যানেল জয় করেন। পরের লক্ষ্য জিব্রালটার চ্যানেল। তবে  নর্থ চ্যানেল জয়লাভ করা সায়নীর কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল। তার কারণ শুধু ভারতবর্ষ নয় এশিয়ার মধ্যে কেউ সপ্ত সিন্ধুর এই পঞ্চম চ্যানেল জয় করতে পারেনি। কিন্তু এখন সব মিলিয়ে সপ্তসিন্ধুর মধ্যে পাঁচটা চ্যানেল জয় করে ফেলেছে সায়নী।
advertisement
মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা মেয়ে সায়নী। কালনা শহরের বারুইপাড়ার বাসিন্দা সায়নী দাস। ছোট বয়সেই বাবার হাত ধরে সাঁতারে হাতেখড়ি তার। তারপর থেকে কঠিন অনুশীলনের মাধ্যমে সে নিজেকে সাঁতারু হিসেবে গড়ে তুলেছে। অনেক সময় গঙ্গাতেও অনুশীলন করেছেন সায়নী।
সায়নীর স্বপ্ন বা ইচ্ছা সে সপ্তসিন্ধু জয় করবে। এর আগে সায়নী ইংলিশ চ্যানেল, ক্যাটালিনা, মলোকাই এবং কুক প্রণালী জয় করেছিল। এবার নর্থ চ্যানেল জয় করে মোট পাঁচটা চ্যানেল জয় করল। বর্তমানে বাকি রয়েছে সুগারু ও জিব্রাল্টার। তাঁর এই জাতীয় পুরস্কার পাওয়ার ঘোষণায় খুশি আত্মীয় পরিজনরা।
বাংলা খবর/ খবর/খেলা/
Sayani Das: কঠিন বাধা পেরিয়ে সপ্তসিন্ধু জয়, জাতীয় পুরস্কার পাচ্ছেন সায়নী!
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement