ট্রফি নিয়ে পালানো..! পাকিস্তান ক্রিকেট বোর্ড ধ্বংস হয়ে যাবে ! BCCI বড় পদক্ষেপ নিতে চলেছে
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
এশিয়া কাপের চ্যাম্পিয়ন হিসেবে ভারতীয় দল ট্রফি পাবেই এবং কারও সেটা আটকানোর অধিকার নেই।
২০২৫ সালের এশিয়া কাপে টানা তৃতীয়বার পাকিস্তানকে হারাল ভারত। লিগ ম্যাচ এবং সুপার ফোরে হেরে যাওয়ার পর ফাইনালে ফের ভারতের কাছে হেরে গেল প্রতিবেশী দেশের দল। হেরে যাওয়ার আঘাত তো ছিলই, তাতে অপমানের ছিটে দিতেও ছাড়েনি বিসিসিআই! ভারতীয় দল পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকার করে। এতে হতাশ হয়ে নকভি এশিয়া কাপের ট্রফিটি এবং ক্রিকেটারদের মেডেল সব নিয়ে নিজের হোটেলে চলে যান ! (Photo: AP)
advertisement
বিসিসিআই সচিব দেবজিৎ সাঁইকিয়া নিজেই এই তথ্য সকলের সঙ্গে শেয়ার করেন। তবে, নকভির কাছ থেকে ট্রফি যে নেওয়া হবে না, তা কিন্তু আগে থেকেই ঠিক করা ছিল! ভারত ও পাকিস্তানের মধ্যে এশিয়া কাপের ফাইনালের আগেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। ভারতীয় দল যদি পাকিস্তানকে হারায়, তাহলে পিসিবি প্রধান মহসিন নকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করা হবে না বার বার সে কথা স্পষ্ট করে দেওয়া হয়েছিল। এই সব জানা সত্ত্বেও তিনি যেন যেচে অপমানিত হওয়ার জন্য দুবাই গিয়েছিলেন। (Photo: AP)
advertisement
ফাইনালে জয়ের পর যখন ভারতীয় খেলোয়াড়রা তাঁর হাত থেকে ট্রফি গ্রহণ করতে রাজি হননি, তখন নকভি ক্ষিপ্ত হয়ে ওঠেন। নিজের সর্বনাশকে আমন্ত্রণ জানিয়ে ট্রফিটি হোটেলে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। আর এখানেই নকভি একটা বড় ভুল করে বসলেন! ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়েছে এবং তারা ট্রফিটির উপরে অধিকার ন্যায়সম্মতভাবেই তাদের। (Photo: AP)
advertisement
পাকিস্তান ক্রিকেট বোর্ড এশিয়া কাপ আয়োজন করে না; এর দায়িত্ব সম্পূর্ণরূপে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের। ট্রফিটি পাকিস্তান বোর্ডের সম্পত্তি নয়, যা নকভি নিয়ে গিয়েছেন। ভারতীয় খেলোয়াড়রা এবং বিসিসিআই সিদ্ধান্তও নিয়েছিল যে তারা কার কাছ থেকে ট্রফি গ্রহণ করবে। এশিয়া কাপের চ্যাম্পিয়ন হিসেবে ভারতীয় দল ট্রফি পাবেই এবং কারও সেটা আটকানোর অধিকার নেই। (Photo: AP)
advertisement
বিসিসিআই ব্যবস্থা নেবে: ভারতীয় ক্রিকেট বোর্ড মহসিন নকভির কর্মকাণ্ডকে সমর্থন না করার সিদ্ধান্ত নিয়েছে। হোটেলে ট্রফি নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় বিসিসিআই আইসিসি এবং এসিসি-র কাছে একটি জোরালো অভিযোগ দায়ের করবে বলে মনে করা হচ্ছে। এই টুর্নামেন্ট চলাকালীন আইসিসি উভয় দলের খেলোয়াড়দের সতর্ক করে দিয়েছিল যে তাদের কর্মকাণ্ড এবং আচরণ ক্রিকেট মাঠে আদর্শের ভিত্তিতে জরিপ হতে পারে। এবার এই ধরনের পক্ষপাতদুষ্ট মনোভাবের কারণে নকভির পদমর্যাদা ভবিষ্যতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তাঁকে বোর্ডের পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে। (Photo: AP)