MI vs RCB: সূর্যের তেজে ধ্বংস কোহলির বেঙ্গালুরু, দুরন্ত জয়ে তিন নম্বরে উঠে এল মুম্বই
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
মুম্বই: এবারের আইপিএলে টিকে থাকতে গেলে মঙ্গলবার রাতে নিজেদের ঘরের মাঠে দুই পয়েন্ট পাওয়া গুরুত্বপূর্ণ ছিল রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স দলের কাছে। যখন প্রথমে ব্যাট করে বিরাট কোহলির বেঙ্গালুরু ১৯৯ রান তুলল, তখন মনেই হয়েছিল এই রান তাড়া করে জয় পাওয়া অসম্ভব না হলেও অত্যন্ত চ্যালেঞ্জিং হতে চলেছে মুম্বইয়ের কাছে।
𝗦 on krypton stands for hope, but on earth 🌍 it stands for 𝙎𝙐𝙍𝙔𝘼 𝘿𝘼𝘿𝘼 𝘾𝙃𝘼 𝙑𝘼𝘼𝘿𝘼 🫡#OneFamily #MIvRCB #MumbaiMeriJaan #MumbaiIndians #IPL2023 @surya_14kumar pic.twitter.com/OthOyi6uYf
— Mumbai Indians (@mipaltan) May 9, 2023
advertisement
রোহিত ব্যাট হাতে আবার ব্যর্থ। বাউন্ডারি মেরে শুরু করলেও মাত্র সাত রান করে ফিরে গেলেন হিটম্যান। ঈশান অবশ্য দুর্দান্ত একটা ৪২ রানের ইনিংস উপহার দিলেন। তিনি আউট হওয়ার পর সূর্য কুমার যাদব এবং তরুণ ব্যাটসম্যান নেহাল ওয়াধেরা একটা পার্টনারশিপ তৈরি করলেন। সূর্য আবার একটা হাফ সেঞ্চুরি করলেন। তাকে যোগ্য সাপোর্ট দিলেন নেহাল। সূর্যের ব্যাটিং দেখে স্বয়ং মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর হাততালি দিলেন।
advertisement
ছেলে খেলা করলেন আরসিবি বোলারদের নিয়ে। বোঝা গেল সূর্য যেদিন ছন্দে থাকবেন সেদিন একাই তিনি শেষ করে দিতে পারেন যে কোন দলকে। প্রথম সাক্ষাৎ আরসিবি হারিয়েছিল মুম্বইকে। তবে এই ম্যাচের প্রেক্ষাপট ছিল একেবারে ভিন্ন। দুই দলই জিততে মরিয়া ছিল। তাই লড়াই হবে উচ্চমার্গের।
টস জিতে আগে আরসিবিকে ব্যাটিং করতে পাঠালেন রোহিত শর্মা। বিরাট কোহলি (১) আজ সম্পূর্ণ ব্যর্থ। তিন নম্বরে নেমে অনুজ রাওয়াতও (৬) জঘন্য শট খেলে ফিরে গেলেন। মনে হয়েছিল রোহিত সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এরপর খেলাটা ধরে ফেললেন অধিনায়ক দু প্লেসি এবং ম্যাক্সওয়েল। ২৫ বলে হাফ সেঞ্চুরি করলেন ম্যাক্সওয়েল।
advertisement
ফাফ ডু প্লেসিস দায়িত্বপূর্ণ ইনিংস খেললেন। তিনি এবং ম্যাক্সওয়েল মিলে ক্রমশ বড় রানের দিকে এগিয়ে নিয়ে গেলেন বেঙ্গালুরুকে। দশ ওভার শেষে আরসিবির স্কোর ছিল ১০৪ রানের দুই উইকেট। ডু প্লেসি নিজেও হাফ সেঞ্চুরি করে ফেললেন। ১০০ রানের পার্টনারশিপ হয়ে গেল ১১ ওভারের মধ্যে। অন্যদিন পীযূষ চাওলা মুম্বইয়ের হয়ে ধারাবাহিক উইকেট নেন। আজ ওয়াংখেড়েতে চাওলা সম্পূর্ণ ফ্লপ। সবচেয়ে সফল বেরেনদফ। তিনটে উইকেট নিলেন তিনি।
advertisement
ম্যাক্সওয়েল ৬৮ করে আউট হলেন। লোমরোর (১) বোল্ড হলেন। ৬৫ করে ফিরে গেলেন দু প্লেসি। উইকেট নিলেন ক্যামেরণ গ্রিন।শেষ দিকে দীনেশ কার্তিক বেশ কিছু আক্রমণাত্মক শট খেলেন। এদিন অবশ্য মুম্বাইয়ের ফিল্ডিং যথেষ্ট খারাপ ছিল। কিন্তু আজ খাদের কিনারা থেকে রোহিত এবং তার দলকে বাঁচিয়ে দিলেন সূর্য কুমার। ৩৫ বলে ৮৬ রানের ইনিংস সাজানো ছিল সাতটি বাউন্ডারি এবং ছটা ছক্কা দিয়ে।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 09, 2023 11:20 PM IST