বয়স শুধু সংখ্য়া মাত্র, ভাইরাল সুরেশ রায়নার 'বাজপাখি' ক্য়াচ

Last Updated:

ওভারের শেষ বলে অভিমন্যু মিঠুনের অফ-স্টাম্পের বাইরের লো-ফুলটস বলে অফস্টাম্পের বাইরে দিশা দেওয়ার চেষ্টা করেন বেন ডাঙ্ক। সেই সময় পয়েন্টে ফিল্ডিং করছিলেন রায়না।

#রায়পুর: ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন সুরেশ রায়না। ২০২১ সালেও সিএসকের হয়ে খেলেছিলেন আইপিএলে। ২০২২ সালে চেন্নাই তাকে ছেড়ে দেওয়ার পর নিলামে কোনও দল পাননি। সম্প্রতি সব ধরনের ক্রিকেট থেকেই অবসর ঘোষণা করেন সুরেশ রায়না। কিন্তু অবসরের পরও রায়না যে কতটা ফিট তা প্রমাণ করলেন রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের মঞ্চে। প্রতিযোগিতার সেমি ফাইনালে বাজপাখির মতো উড়ে ক্য়াচ ধরে সকলকে অবাক করলেন সুরেশ রায়না। একইসঙ্গে নিজেও ভাসলেন ক্রিকেট কেরিয়ারের বসন্তের নস্টালজিয়ায়।
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের সেমি ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া লেজেন্ডস দল। ম্য়াচে অস্ট্রেলিয়ার ব্য়াটিংয়ের সময় ১৬ তম ওভারের শেষ বলে দুরন্ত ক্য়াচ ধরেন সুরেশ রায়না। ওভারের শেষ বলে অভিমন্যু মিঠুনের অফ-স্টাম্পের বাইরের লো-ফুলটস বলে অফস্টাম্পের বাইরে দিশা দেওয়ার চেষ্টা করেন বেন ডাঙ্ক। সেই সময় পয়েন্টে ফিল্ডিং করছিলেন রায়না। বেন ডাঙ্কের শট ধরার জন্য় শূন্য়ে শরীর ছুড়ে দিয়ে অবিশ্বাস্য় ক্য়াচ ধরেন। রায়নার ক্য়াচ দেখে সকলেই অবাক হয়ে যান। সচিন তেন্ডুলকর, ইউসুফ পাঠানরা শুভেচ্ছা জানান রায়নাকে।
advertisement
advertisement
প্রসঙ্গত, ম্য়াচে প্রথমে ব্য়াট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৭১ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া লেজেন্ডস দল। অজিদের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন বেন ডাঙ্ক। এছাড়া ৩৫ রান করেন অ্যালেক্স ডুলানশেন ও ৩০ রান করেন শে ওয়াটসন। রান তাড়া করতে নেমে ১৯.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য়ে পৌঁছে যায় ভারতীয় লেজেন্ডরা। ভারতের হয়ে সর্বোচ্চ ৯০ রানের ইনিংস খেলেন নমন ওঝা। অপরাজিত ইনিংসে ৬২ বলের ৭টি চার ও ৫টি ছক্কা মারেন নমন ওঝা। এছাড়া ১৮ রান করেন যুবরাজ সিং। সচিন তেন্ডুলকর ১০, সুরেশ রায়না ১১ করেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বয়স শুধু সংখ্য়া মাত্র, ভাইরাল সুরেশ রায়নার 'বাজপাখি' ক্য়াচ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement