পাকিস্তানের বিরুদ্ধে কার্তিক নয়, পন্থকে খেলানোর পরামর্শ সুরেশ রায়নার! ব্যাখ্যা করলেন কারণ
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Suresh Raina selects Rishabh Pant over Dinesh Karthik for India playing 11 against Pakistan. পাকিস্তানের বিরুদ্ধে কার্তিক নয়, পন্থকে খেলানোর পরামর্শ সুরেশ রায়নার!
#মেলবোর্ন: ভারতের সাদা বলের ক্রিকেট ইতিহাসে অন্যতম বিধ্বংসী ব্যাটসম্যান ছিলেন তিনি। সুরেশ রায়না মনে করেন রবীন্দ্র জাদেজা বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর দলে একজন দক্ষ বাঁহাতি ব্যাটসম্যান প্রয়োজন। কারণ তাতে বিপক্ষ দলের বোলারদের ছন্দ ভেঙে দেওয়া যায়। অনেক বিশেষজ্ঞই মনে করছেন, একাদশে সুযোগ পাওয়ার ক্ষেত্রে কার্তিকই এগিয়ে। তাঁর বড় কারণ কার্তিক একজন দক্ষ ফিনিশার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন।
সুরেশ রায়না অন্য কথা বলছেন। তিনি আবার মনে করেন, দলে পন্তের থাকাটা কার্তিকের চেয়ে বেশি জরুরি। এর পিছনে অবশ্য দু’টি কারণ ব্যাখ্যা করেছেন রায়না। এক, পন্ত বাঁ হাতি ব্যাটার। দুই, অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর রেকর্ড বেশ ভাল। এক সাক্ষাৎকারে রায়না বলেছেন, মাঝের সারিতে এক জন বাঁ হাতি ব্যাটার থাকা খুবই দরকার। ভারতীয় দলে এক থেকে ছয়ে কোনও বাঁ হাতি ব্যাটার নেই।
advertisement
advertisement
Touchdown Brisbane 📍#TeamIndia pic.twitter.com/HHof4Le3mP
— BCCI (@BCCI) October 15, 2022
অতীতে গৌতি (গৌতম গম্ভীর), যুবি পা (যুবরাজ সিংহ) এবং আমি যে ভূমিকাটা নিয়েছিলাম, সেটা এ বার কাউকে নিতে হবে। হার্দিক পান্ডিয়ার সঙ্গে দলে এক জন এক্স-ফ্যাক্টর চাই। সেটা কে হতে পারে? আমার বাজি পন্ত। পাশাপশি হার্দিক নিয়েও উচ্ছ্বসিত রায়না।
advertisement
হার্দিককে নিয়ে তিনি বলেছেন, হার্দিক ভারতের আসল ক্রিকেটার হতে চলেছে। গুরুত্বপূর্ণ ওভারে বোলিং করার পাশাপাশি ব্যাটিংয়েও ভূমিকা নেবে। ৩০ বলে ৬০-৭০ রান করে দিতে পারলে, সেটা দলের অনেক কাজে লাগবে। বিশ্বকাপ জিততে হলে হার্দিককে বড় ভূমিকা নিতে হবে। ২৩ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিযান শুরু করবে ভারত।
প্রথম ম্যাচেই ভারতের প্রতিপক্ষ বাবর আজমের পাকিস্তান। সেখানে বাঁহাতি পেসার শাহিন আফ্রিদি খেললে কার্তিকের থেকে পন্থ বেশি কার্যকরী হবে। কারণ শট খেলার বেশি জায়গা বের করে নিতে পারবেন তিনি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 16, 2022 12:30 PM IST